কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে আগ্নেয়াস্ত্রসহ একজনকে আটক করেছে কুমিল্লার দেবিদ্বার থানা পুলিশ।
শনিবার (১৫ জুন) সকালে দেবিদ্বার থানার এসআই মিশন বিশ্বাস গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার দিবাগত রাত ২টার দিকে দেবিদ্বার উপজেলার নবিয়াবাদ ঈদগা সংলগ্ন ভূঁইয়া বাড়ির সামনে থেকে ডাকাতির প্রস্তুতিকালে টহল পুলিশ মোশারফ হোসেন নামে ডাকাত দলের এক সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতার মোশারফ হোসেন বুড়িচং উপজেলার হালগাও গ্রামের আব্দুল মতিনের পুত্র।
এসআই মিশন বিশ্বাস আরও জানান, ডাকাত দলের সদস্য মোশাররফকে গ্রেফতারের সময় তার কয়েকজন সহযোগী পালিয়ে যায়। এসময় একটি এলজি, দুই রাউন্ড ম্যাগজিন ও দুটি রামদা উদ্ধার করা হয়। গ্রেফতার ডাকাত সদস্যকে আজ (শনিবার) আদালতে প্রেরণ করা হয়।
Last Updated on June 15, 2024 2:29 pm by প্রতি সময়