কুমিল্লার দেবিদ্বার উপজেলার ডায়াবেটিস রোগীরা পেলেন ফ্রি চিকিৎসাসেবা। দেবিদ্বার পৌর মিলনায়তন অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পে এ চিকিৎসাসেবা দেওয়া হয়।মঙ্গলবার বেলা দুইটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত চলে ফ্রি মেডিকেল ক্যাম্পের কার্যক্রম। এতে তিন শতাধিক রোগী ফ্রি চিকিৎসাসেবা গ্রহণ করেন।
দেবিদ্বারের কৃতি সন্তান বরেণ্য চিকিৎসক আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ডা. ফেরদৌস খন্দকারের আয়োজনে ওই ফ্রি মেডিকেল ক্যাস্প অনুষ্ঠিত হয়।
কুমিল্লা ডায়াবেটিক হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট প্রফেসর ডা. অজিত কুমার পাল, শেখ রাসেল ফাউন্ডেশন ইউএসএ শাখার সভাপতি ডা. ফেরদৌস খন্দকার, কুমিল্লা ডায়াবেটিক হাসপাতালের চিকিৎসক ডা.ইমরান হোসেন, ডা. মো.আশিকুর রহমান, ডা. এমদাদুল হক রোগীদের ফ্রি চিকিৎসাসেবা দেন। এসময় চিকিৎসকরা রোগীদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ দেন।
ফ্রি মেডিকেল ক্যাম্প কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা আইডিয়াল কলেজ এর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন, দেবিদ্বার উপজেলা কৃষক লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, শেখ রাসেল ফাউন্ডেশন দেবিদ্বার উপজেলা শাখার আহবায়ক রাশেদা আক্তার, শিক্ষাবিদ আলী ইমাম, দেবিদ্বার উপজেলা মহিলা শ্রমিক লীগের সভাপতি শাহিনুর লিপি, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম প্রমুখ।
Last Updated on March 14, 2023 9:03 pm by প্রতি সময়