কুমিল্লার দেবিদ্বারে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে দেবিদ্বার উপজেলা পরিষদ মিলনায়তনে খরিপ-১ /২০২৩-২৪ আউশ মৌসুমে প্রায় ৩২শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে।
সোমবার দুুপুর আনুষ্ঠানিকভাবে এ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের এমপি রাজী মোহাম্মদ ফখরুল।
দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান হাজী আবুল কাশেম ওমানী, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নাজমা বেগম, জেলা পরিষদ সদস্য শিরিন সুলতানা, ভিপি বাবুল হোসেন রাজু।
দেবিদ্বার উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মাহমুদুল হাসান নাফির সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এ কে এম মনিরুজ্জামান মাষ্টার, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল চৌধুরী, উপজেলা সেচ্ছাসেবকলীগ সভাপতি জি এস আব্দুল মান্নান মোল্লা, প্রভাষক মোঃ সাইফুল ইসলাম শামিম, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মোঃ ইকবাল হোসেন রুবেল প্রমুখ।
দেবিদ্বার উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ বানিন রায় তার স্বাগত বক্তব্যে বলেন, ২০২৩-২৪ অর্থ বছরে খরিপ-১ মৌসুমে বিনামূল্যে প্রান্তিক কৃষকদের আউশ উফশী ধান চাষে আগ্রহ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে পৌরসভা ও ১৫ টি ইউনিয়নের ৩ হাজার ২শত কৃষকদের মাঝে ১৬ টন ধানের বীজ ও ৬৪ টন রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ হয়। দেবিদ্বার উপজেলায় আউশ আবাদি জমি ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিশেষ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে উপসহকারি কৃষি অফিসারগণ মাঠ পর্যায়ে উঠান বৈঠক সহ কৃষক উদ্বুদ্ধকরণ শুরু করেছেন।
Last Updated on March 20, 2023 8:30 pm by প্রতি সময়