কুমিল্লার দেবিদ্বার সহযোগিতা কল্যান ফাউন্ডেশনের আয়োজনে স্কাউটসের শাপলা কাব এ্যাওয়ার্ড প্রাপ্তদের সংবর্ধনা ও বার্ষিক সম্মেলন শনিবার (৩ ফেব্রুয়ারি) দেবিদ্বার পৌর মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেবিদ্বার পৌর সভার মেয়র ও দেবিদ্বার সহযোগিতা কল্যান ফাউন্ডেশনের দাতা সদস্য মো. সাইফুল ইসলাম শামীম।
বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন, বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম।
দেবিদ্বার সহযোগিতা কল্যান ফাউন্ডেশন সভাপতি ও আবদুল্লাপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী সংবর্ধনা প্রাপ্ত অতিথি গুনাইঘর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক
নাছিমা আক্তার।
অনুষ্ঠানে বক্তরা বলেন, বর্তমান যুগটা হলো বিজ্ঞান ও প্রযুক্তির যুগ। বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশ স্মার্ট বাংলাদেশের পথে এগিয়ে যাচ্ছে। স্মাট বাংলাদেশের স্মার্ট নাগরিক তৈরি করা সময় এখন। স্মার্ট নাগরিক তৈরি করতে শিক্ষকরা অগ্রনী ভুমিকা রাখতে হবে।
বক্তারা আরো বলেন, স্কাউটিং একটি শিক্ষা সেবামুলক আন্তর্জাতিক আন্দোলন। এই আন্দোলনের সাথে যে সকল শিক্ষার্থী সম্পৃক্ত থাকে তারা স্কাউটিং এর বিভিন্ন কর্মসুচীতে অংশগ্রহণ করে নিজের মধ্যে লুকিয়ে থাকা সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে পারে।
বাংলাদেশ স্কাউটসের সহকারি লিডার ট্রেইনার তাছলিমা আক্তারের উপস্থাপনায় অনুষ্ঠানে
স্বাগত বক্তব্য দেন দেবিদ্বার সহযোগিতা কল্যান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সম্পাদক মিজানুর রহমান এলটি।
এ সময় উপস্থিত ছিলেন দেবিদ্বার সহযোগিতা কল্যান ফাউন্ডেশন সহ সভাপতি গৌরসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ, চান্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা আক্তার, সাংগঠনিক সম্পাদক ও শাকতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেছুর রহমান, সহকারী শিক্ষক মাহাবুবা আক্তার, কোষাধ্যক্ষ মহসিন সরকার, বনভোজন সম্পাদক খোরসেদ আলম, দপ্তর সম্পাদক মোক্তল হোসেন,আপ্যায়ন সম্পাদক আশিকুর রহমান, ধর্ম বিষয় সম্পাদক জহিরুল ইসলাম।
আলোচনা সভা শেষে ক্ষুদে স্কাউটারগন নাচ, গান, কবিতা আবৃত্তি ও কৌতুক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।
অনুষ্ঠানে দেবিদ্বার সহযোগিতা কল্যান ফাউন্ডেশনের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ শাহজাহান চৌধুরী
প্রধান সম্পাদক ও প্রকাশকঃ সাদিক হোসেন মামুন
কপি রাইটসঃ প্রতিসময় ডটকম