বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মোঃ তারিকুল ইসলাম বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশে আন্তর্জাতিক মানের তরুণ নেতৃত্ব তৈরি করবে। দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মেধাবী দক্ষ নেতা সৃষ্টি করা হবে। তরুণরা আগামী দিনের ভবিষ্যৎ। দেশবাসী আমাদের দিকে তাকিয়ে আছে। দেশের ছাত্র জনতা রক্ত দিয়ে ফ্যাসিবাদ বিদায় করেছে। দেশবাসী এখন প্রতিটি সেক্টরে আমুল পরিবর্তন চায়। তাই অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার কর্মকাণ্ডে হাত দিয়েছে।
শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় কুমিল্লায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগর কমিটির পাঠ চক্র ও পরিচিতি সভায় মুখ্য আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগরীর নবাব ফয়জুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ৩৬ শে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও তারুণ্যের চিন্তা শীর্ষক মতবিনিময় করা হয়।
সভায় মুখ্য আলোচক তারিকুল ইসলাম বলেন, দেশের প্রতিটি প্রয়োজনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দেশের মানুষের পাশে থাকবে। আমাদের সংগ্রাম চলবে। আমরা কখনো থামবো না। দেশের মানুষ তরুণদের হাতে দেশের নেতৃত্ব দিতে চায়। তারা গতানুগতিক রাজনীতির ধারায় ফিরে যেতে চায় না। তাই দেশের মানুষ কাঙ্ক্ষিত স্বপ্ন পুরনে আমরা কাজ করে যাচ্ছি।
তিনি বলেন, আওয়ামী লীগ একটি গণবিরোধী স্বৈরাচারী দল। দেশের মানুষ তাদেরকে আর দেখতে চায় না। তাদের সকল অপকর্মের বিচার করা হবে। তারা শেখ হাসিনার নেতৃত্বে এখন ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। গণঅভ্যুত্থানের চেতনা নস্যাৎ করতে কাজ করছে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট করার ষড়যন্ত্র করছে। তাদের সকল চক্রান্ত রুখে দেয়া হবে।
সভায় আরও মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সদস্য নাঈম আবেদীন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগরের আহ্বায়ক আবু রায়হান, সদস্য সচিব রাশেদুল ইসলাম, মূখ্য সংগঠক মোস্তফা জিহান, মূখপাত্র জাবেদ ভুঁইয়া প্রমুখ
Last Updated on December 13, 2024 11:07 pm by প্রতি সময়