বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০১:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
মহাসড়কের চৌদ্দগ্রামে দুই প্রবাসীর গাড়িতে ডাকাতি : আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্য গ্রেফতার ডিবি পুলিশের অভিযানে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্য গ্রেফতার কুমিল্লার মুরাদনগরে দুর্যোগ প্রস্তুতির মহড়া অনুষ্ঠিত কুমিল্লা ইপিজেড : সাত মাসেই রেকর্ড বিনিয়োগ ও রফতানিতে কুমিল্লায় র‍্যাব পরিচয়ে প্রবাসীর থেকে চাঁদা নিতে এসে দুইজন আটক যুব মহিলালীগের সদস্য দেবিদ্বারের তানিয়া গ্রেফতার মুরাদনগরের শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ আলী গ্রেফতার কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ মসজিদের অব্যাহতিপ্রাপ্ত ইমামের অনুসারীদের কান্ড!  মুদ্রাস্ফীতির তারতম্যের আলোকে দেনমোহর নির্ধারণের যুগান্তকারী রায় মুরাদনগরে অটোরিকশা উল্টে বৃদ্ধার মৃত্যু মুরাদনগরে ইউএনও’র নেতৃত্বে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান এনসিপির কমিটিতে কুমিল্লার আট তরুণ নেতা অনিয়মের অভিযোগে বাধ্যতামূলক ছুটিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কুমিল্লায় ভূগর্ভস্থ পানির স্তর দিন দিন নেমে যাচ্ছে মহাসড়কে সেনাবাহিনী-হাইওয়ে পুলিশের যৌথ অভিযান, লক্ষাধিক টাকা জরিমানা আদায়  দি স্কলার ফাউন্ডেশন বহুমুখী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মহাসড়কে ডাকাতি : মালয়েশিয়া প্রবাসী ফেনীর দাগনভূঞার বেলালের ৬ লাখ টাকার মালামাল লুট আত্মশুদ্ধি ও আত্মসংযমের মাস মাহে রমজান ডা. তৃপ্তীশ ঘোষ ও মল্লিকা বিশ্বাসের তিন ভাষায় প্রকাশিত বইয়ের মোড়ক উন্মোচন তিনটি জাতীয় নির্বাচন অবৈধ ঘোষণা করতে আইনজীবীর লিগ্যাল নোটিশ

দেশের উন্নয়ন ও শৃংখলার জন্য স্থিতিশীল সরকার জরুরি : লাকসামে মির্জা ফখরুল

নেকবর হোসেন, স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮ দেখা হয়েছে

দেশের উন্নয়ন ও শৃংখলার জন্য একটি স্থিতিশীল সরকার জরুরি উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কালক্ষেপণ না করে অন্তর্বর্তীকালীন সরকারের উচিত সময়ের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন করা। জনগণের ভোটে নির্বাচিত সরকারই একটি দেশের উন্নয়ন ও জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করছি, করবো। আমরাও সংস্কার চাই। তবে এদেশের সাধারণ মানুষ সংস্কার বুঝে না। তারা বুঝে মোটা চাল, আর মোটা কাপড়।

 

রাষ্ট্র সংস্কারে ৩১ দফা বাস্তবায়নে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লার লাকসাম স্টেডিয়ামে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

লাকসাম উপজেলা, লাকসাম পৌরসভা ও মনোহরগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে এ জনসভা অনুষ্ঠিত হয়।

মির্জা ফখরুল বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ এদেশকে ধ্বংস করে দিয়ে গেছে। বিচার ব্যবস্থা, অর্থ ব্যবস্থা, রাষ্ট্রীয় সকল বিভাগ ধ্বংস করে গেছে। মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। নিজেরা নিজেরা ভোট করে তারা সরকার গঠন করেছে। লাকসামের হিরু-হুমায়ুনসহ সাড়ে সাতশ নেতৃবৃন্দকে গুম করা হয়েছে। তাদের সন্তানরা এখনো চোখের পানি ফেলছে।আওয়ামী লীগের আমলে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে লাকসামের মানুষ। যারা অপকর্ম করে তারা এখানকার এমপি তাজুল ইসলামের মতো, শেখ হাসিনার মতো পালিয়ে যেতে বাধ্য হয়।

 


জনসভায় প্রধান বক্তা বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন বিএনপি মেনে নেবে না। দু’চারজন নাবালক উপদেষ্টার কথা শুনে সিদ্ধান্ত নেবেন না।

বুলু বলেন, একাত্তরে শেখ মুজিব পাকিস্তানীদের কাছে আত্মসমর্পণ করেছিলেন আর আওয়ামী লীগের নেতা কর্মীরা আত্মগোপন করে। ওই ক্রান্তিকালে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে দেশের হাল ধরেন। শেখ মুজিবের পরিবারের কেউ এবং আওয়ামী লীগের কেউ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে থাকলে আমি হিজরত করে চলে যাবো। যারা মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে না তারা এদেশে ভোট চাওয়ার অধিকার রাখে না।

তিনি বলেন, ঐক্যের কোন বিকল্প নেই। আমাদের মাঝে কোন বিভেদ থাকবে না। দল যাকে মনোনয়ন দিবে ধানের শীষের পক্ষে সবাইকে কাজ করতে হবে।

 

লাকসাম উপজেলা বিএনপির আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির শিল্প বিষয়ক সম্পাদক মোঃ আবুল কালামের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা-৯ আসনের সাবেক এমপি কর্ণেল অব. এম আনোয়ারুল আজিম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী, কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন, বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক হাজী আমিন উর রশীদ ইয়াছিন, কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা মহানগর বিএনপির আহবায়ক উৎবাতুল বারী আবু, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ কফিল উদ্দিন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, যুগ্ম আহবায়ক আমিরুজ্জামান আমীর, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক শাহ সুলতান খোকন, লাকসাম উপজেলা বিএনপির সদস্য সচিব আবদুর রহমান বাদল, মনোহরগঞ্জ না বিএনপির সাবেক সভাপতি আলহাজ ইলিয়াস পাটোয়ারী, লাকসাম পৌরসভা বিএনপির আহবায়ক মোঃ আবুল হাশেম মানু, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডাঃ নূর উল্লাহ রায়হান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ মজির আহমদ, নবাব ফয়জুন্নেছার বংশধর আয়াজ আলী চৌধুরী, গুম হওয়া বিএনপি নেতা সাইফুল ইসলাম হিরুর ছেলে রাফসান ইসলাম, হুমায়ুন কবির পারভেজের ছেলে শাহরিয়ার কবির রাতুল।

লাকসাম উপজেলা বিএনপির আহবায়ক মোঃ শাহ আলম, মোশারফ হোসেন মুশু ও পৌরসভা বিএনপির সদস্য সচিব বেলাল রহমান মজুমদারের পরিচালনায় জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা-১০ আসনের সাবেক এমপি আব্দুল গফুর ভুইয়া, কুমিল্লা বিভাগীয় সম্পাদক অধ্যক্ষ সিলিম ভূইয়া, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হাসান মাহবুব শ্যামল, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক শেখ ফরিদ আহমেদ মানিক, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক আখতারুজ্জামান সরকার, সদস্য সচিব এএফ তারেক মুন্সী, লাকসাম উপজেলা বিএনপির সদস্য সচিব রহমান বাদল, লাকসাম পৌরসভা বিএনপির আহবায়ক আবুল হাশেম মানু, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব সরওয়ার ভুইয়া জাহান দোলন প্রমুখ।

Last Updated on February 20, 2025 9:33 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102