বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কুমিল্লা সাংস্কৃতিক জোটের নববর্ষের অনুষ্ঠান ‘বৈশাখ অবগাহন’ পরিবেশিত হবে ৪ মে নাঙ্গলকোট উপজেলায় নতুন এসিল্যান্ড দাউদকান্দিতে সরকারি ন্যায্য মূল্যের ফার্মেসি বন্ধ বাংলাদেশের চিকিৎসা সেবা বিশ্বের অনেক উন্নত দেশের তুলনায় এগিয়ে আছে : স্বাস্থ্যমন্ত্রী বুড়িচংয়ে এক সপ্তাহের ব্যবধানে তিন বাড়িতে ডাকাতি! সাংবাদিক রমিজ খানের দাফন সম্পন্ন -কুমিল্লা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা মল্লিকা বিশ্বাসের কবিতা ‘দীপ্ত বৈশাখ’ মুরাদনগরের রামচন্দ্রপুর বাজারে জমে ওঠেছে বৈশাখী মাছের মেলা পহেলা বৈশাখের রাতে চান্দিনার মধ্যবাজারে অগ্নিকান্ডে ১১ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই কুমিল্লা নগরীতে বৈশাখি মাছের মেলায় ঐতিহ্যের ছোঁয়া  বর্ষবরণ উৎসব আমাদের জাতিসত্ত্বার বিকাশ ঘটায় : এমপি বাহার -পহেলা বৈশাখে অসাম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত কুমিল্লার সর্বস্তরের মানুষ বিএনপির সব ষড়যন্ত্র ব্যর্থ হওয়ার পর তারা এখন মনগড়া তথ্য দিয়ে নির্লজ্জ মিথ্যাচার করছে : ওবায়দুল কাদের উপজেলা নির্বাচনে নিজেদের গ্রহণযোগ্যতা পরীক্ষা করে দেখতে পারেন : কুমিল্লায় স্থানীয় সরকারমন্ত্রী মুরাদনগরে ইউপি সদস্যের বাড়িতে ভাঙচুর অগ্নিসংযোগ উৎসবমুখর পরিবেশে বরুড়ার পয়ালগাছা বহুমুখী উচ্চবিদ্যালয়ের গৌরবের ৮০ বছর পূর্তি উদযাপন বিনোদনকেন্দ্রগুলোতে দর্শনার্থীদের ঢল ঈদের জামাতে ঈদগাহ ছাপিয়ে সড়কে মুসল্লিদের ঢল সাম্য-সম্প্রীতির বার্তা নিয়ে এলো খুশির ঈদ ব্রা‏হ্মনপাড়ায় মাওলানা আ. বাতেন ফাউন্ডেশনের সেলাই মেশিন ও নগদ অর্থ পেল হতদরিদ্ররা চান্দিনায় সড়ক দুর্ঘটনায় স্বামীর পর চিকিৎসাধীন স্ত্রী ও ছেলের মৃত্যু

ধান ক্ষেতে টুংরো ভাইরাসের আক্রমনে দিশেহারা নাঙ্গলকোটের কৃষকরা

মজিবুর রহমান মোল্লা,স্টাফ রিপোর্টার (নাঙ্গলকোট) কুমিল্লা
  • আপডেট টাইম সোমবার, ৭ নভেম্বর, ২০২২
  • ২৪৪ দেখা হয়েছে

কুমিল্লার নাঙ্গলকোটে চলতি আমন মৌসুমে ধান ক্ষেতে ব্যাপকহারে টুংরো ভাইরাসে আক্রমণ করেছে। ফলে মাঠজুড়ে আমন ধান ক্ষেত হলুদ বর্ণ ধারণ করে নষ্ট হয়ে যাচ্ছে। ধানের থৌ বের হওয়ার সময় ভাইরাসের আক্রমনে ধান নষ্ট হওয়ায় কৃষকরা দিশেহারা হয়ে পড়েছে।

 

নাঙ্গলকোট পৌর সদরসহ ১৬টি ইউনিয়নের বিভিন্ন গ্রামে কয়েক হেক্টর জমির আমন ধান ক্ষেত টুংরো ভাইরাসে আক্রমন করে হলুদ বর্ণ ধারণ করেছে। কৃষকরা তাদের ক্ষেতে বিভিন্ন ধরণের কীটনাশক প্রয়োগ করেও কোন প্রতিকার পাচ্ছেন না।

 

সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ব্যাপকহারে টুংরো ভাইরাসের আক্রমনে মাঠের পর মাঠজুড়ে আমন ধান ক্ষেত নষ্ট হয়ে গেছে। ওষুধ প্রয়োগ করে কোন প্রতিকার না পাওয়ায় কৃষকদের মাঝে চাপা কান্না বিরাজ করছে।

 

কৃষকরা জানান, হাজার-হাজার টাকা ব্যয় করে তারা জমিতে ফসল বুনেছেন। ধানের অবস্থাও ভাল ছিল। স্বপ্ন দেখছিলেন গোলা ভরে ঘরে ধান উঠার। কিন্তু টুংরো ভাইরাসে তাদের স্বপ্ন ভেঙ্গে দিয়েছে। কৃষকরা টুংরো ভাইরাসকে স্থানীয় ভাষায় জন্ডিস রোগ বলছেন। আবার কেউ কেউ বলছেন ধানের গোড়া পচা রোগ। প্রকৃতপক্ষে এটি কি ধরণের রোগ সেটা এখনো কৃষকরা সঠিক ভাবে বলতে পারছেন না। তবে কৃষি বিভাগ বলছে এটি টুংরো ভাইরাস। আমন ধানের বীজ তলায় কীটনাশক স্প্রে না করে ধানের চারা রোপণ করায় এবং জমিতে জলাবদ্ধতায় জন্ম নেয়া ঘাস ও ফড়িং পোকার আক্রমণ থেকে টুংরো ভাইরাস জন্ম নেয়। অন্যদিকে সুষম সার প্রয়োগ না করার ফলে টুংরো ভাইরাস আক্রমণ করার একটি কারণ বলে তারা জানান।

 

কৃষকদের অভিযোগ, তারা উপ-সহকারি কৃষি কর্মকর্তাদের পরামর্শের জন্য মাঠ পর্যায়ে নিয়মিত পায় না। এত বাধ্য হয়ে কৃষি বিভাগের কোন পরামর্শ বা সহযোগিতা ছাড়া কৃষকরা ধানসহ বিভিন্ন ফসলাদি আবাদ করে আসছেন এবং রোগ বালাই দমনে সার ওষুধ প্রযোগ করছেন। উপজেলার নাঙ্গলকোট পৌরসদর, বাঙ্গড্ডা, পেড়িয়া, রায়কোট উত্তর, দক্ষিণ, হেসাখাল, মক্রবপুর, আদ্রা উত্তর, দক্ষিণ, জোড্ডা পূর্ব, পশ্চিম, মৌকরা, ঢালুয়া, দৌলখাঁড়, বক্সগঞ্জ, সাতবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের ধান ক্ষেতে ব্যাপকহারে টুংরো ভাইরাসের আক্রমণ বেশি। দিন দিন এর পরিধি বেড়েই চলছে। এতে এ উপজেলার কৃষকরা একদিকে ফসল হারিয়ে দিশেহারা হয়ে পড়ছে। অপরদিকে চলতি বছর এ উপজেলায় ধান উৎপাদন লক্ষমাত্রা চরম ভাবে ব্যাহত হবে।

 

দৌলখাঁড় ইউনিয়নের ওয়ার্ড মেম্বার আলী নোয়াব বলেন, দৌলখাঁড় ইউনিয়নের ৬০ ভাগ জমির ধান হলুদ বর্ণ ধারণ করে নষ্ট হয়ে গেছে। এতে কৃষকদের লাখ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। অথচ কৃষি অফিসের কোন লোকজন খবরও নিচ্ছে না।

 

করপাতি গ্রামের কৃষক রকিব উদ্দিন বলেন, জমিনে ধান রোপণ থেকে আগাছা ধমন, সার ও কীটনাশক প্রয়োগে অন্তত ৬০ হাজার টাকা খরচ হয়েছে। টুংরো পোকার আক্রমনে সব ধান নষ্ট হয়ে গেছে। কীটনাশক প্রয়োগ করেও জমির ধান রক্ষা করতে পারিনি।

 

একই গ্রামের আবদুর রশিদ বলেন, আমার ১ একরেরও বেশী জমির আমন ধান হলুদ বর্ণ ধারণ করে সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। কৃষি কর্মকর্তাদের কোন সহযোগিতা পাইনি।

 

শ্রীফলিয়া গ্রামের কৃষক আবুল খায়ের বলেন, আমার ৩৬ শতক জমির ধান সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। কৃষি বিভাগের কোন পরামর্শ পাওয়া যায়নী। ফসল নষ্ট হয়ে যাওয়ায় পরিবার-পরিজন নিয়ে আমাকে অর্ধাহারে-অনাহারে থাকতে হবে।

 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার উপ-পরিচালক মিজানুর রহমান বলেন, নাঙ্গলকোট উপজেলায় রোগটি দীর্ঘদিনের সমস্যা। কিছু বীজের কারণে সমস্যাটি দেখা দিয়েছে। যেখানে ভাইরাসটি বেশি আক্রমণ করেছে তা রিকভার করা সম্ভব নয়। কিছু বীজ জাত চিহ্নিত করে তা বর্জন করতো হবে। দায়িত্বরত কোন কর্মকর্তা দায়িত্বে অবহেলা করলে ব্যবস্থা নেয়া হবেে।

Last Updated on November 7, 2022 7:57 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102