কুমিল্লা নগরীতে পুলিশ পরিচয়ে সিএনজি অটোরিক্সা হতে চাঁদা আদায়কালে দুই প্রতারককে আটক করেছে থানা পুলিশ। এ সময় চাঁদা আদায়ের নগদ ১ হাজার ৬ শত টাকা উদ্ধার করা হয়।
শুক্রবার (১৭ মার্চ) সকাল সোয়া ৮ টায় নগরীর রামঘাটলা সড়কের টপটেন নামক শো-রুমের বিপরীত পাশে সড়কের সামনে পুলিশ এ অভিযান পরিচালনা করেন।
পুলিশ সূত্র জানায়, রামঘাটলা সড়কের টপটেন নামক শো-রুমের বিপরীত পাশে সড়কের কতিপয় ব্যক্তি ভূয়া পুলিশ পরিচয় দিয়ে সিভিল পোষাকে বিভিন্ন সিএনজি, অটোরিক্সা ড্রাইভারদের গাড়ী পার্কিং করার ইস্যু দেখিয়ে বিভিন্নভাবে ভয়ভীতি ও বলপ্রয়োগ করে বিভিন্ন গাড়ী হতে ৩০/৪০ টাকা করে চাঁদা আদায় করার সংবাদ পাওয়া যায়। ঘটনার বিষয়টি কোতয়ালী থানা ও ট্রাফিক পুলিশ অবগত হওয়ার পর পরই বিষয়টি পুলিশ সুপার জানতে পারেন।
তাৎক্ষনিক পুলিশ সুপারের নির্দেশে কোতয়ালী থানা ও ট্রাফিক পুলিশের টিমকে উল্লেখিত স্থানে গিয়ে পুলিশের পরিচয়দানকারি দুই প্রতারককে চাঁদার টাকাসহ আটক করে।
আটক হওয়া দুই প্রতারক হলেন কুমিল্লার দেবিদ্বার উপজেলার গঙ্গানগর গ্রামের মিন্টু মিয়ার ছেলে মোঃ সবুজ মিয়া(২২) ( বর্তমানে সদরের গোবিন্দপুর পশ্চিম পাড়ার ফিরোজ ড্রাইভারের ভাড়াটিয়া) এবং সদরের সাহাপাড়ার মো: স্বপন মিয়ার ছেলে মোঃ আরিফ(২৩)।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে কোতয়ালী থানায় মামলা দায়ের করেছে।
Last Updated on March 17, 2023 7:15 pm by প্রতি সময়