কুমিল্লা নগরীর টিক্কাচরে অটোচালক কুদ্দুস হত্যাকাণ্ডে জড়িত দুজনকে গ্রেফতার করেছে পুলিশ
কুমিল্লা পুলিশ সুপারের নির্দেশে কোতয়ালী থানা এবং ডিবি পুলিশের একাধিক টিম বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য এবং প্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার (২৫মে) রাতে কুমিল্লার দেবিদ্বার হতে হত্যাকান্ডের মূল আসামী নগরীর শুভপুর এলাকার মৃত মালু মিয়ার পুত্র সোহাগ মিয়া (৩১) ও একই এলাকার আলী হোসেনের ছেলে মোহাম্মদ মামুনকে গ্রেফতার করে।
এর আগে নিহত কুদ্দুসের স্ত্রী রুমা আক্তার দুইজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন।
এদিকে পুলিশ জানায়, গ্রেফতার আসামি সোহাগকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে হত্যাকান্ডে ব্যবহৃত ছোরাটি আসামী সোহাগের বর্ণনামতে টিক্কারচর ঈদগাহ মাঠের উত্তর-পশ্চিম কোণে গোমতী নদীর পাড়ে ঝোপঝাড়ের ভিতর থেকে শুক্রবার (২৬ মে) সকালে উদ্ধার করা হয়।
গ্রেফতার আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, নিহত কুদ্দুস আনুমানিক দুইমাস পূর্বে ব্যক্তিগত প্রয়োজনে সোহাগের নিকট হতে ১০ হাজার ধার নেয়। সোহাগ মিয়া এবং মামুন উক্ত পাওনা টাকা না পেয়ে টিক্কাচরে একটি চা দোকানের সামনে বাকবিতন্ডার একপর্যায়ে কুদ্দুসকে ছুরিকাঘাত করে হত্যা করে।
পুলিশ জানায় আসামী সোহাগ মিয়ার বিরুদ্ধে মাদক, মারামারিসহ ৮টি মামলা এবং আসামী মামুনের বিরুদ্ধে হত্যা মামলাসহ ৩টি মামলা আদালতে বিচারাধীন।
উল্লেখ্য বুধবার (২৪ মে) রাতে কুমিল্লা নগরীর টিক্কারচর ব্রীজের দক্ষিণ পাশে অটোচালক কুদ্দুসকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়।
সম্পাদকঃ শাহজাহান চৌধুরী
প্রধান সম্পাদক ও প্রকাশকঃ সাদিক হোসেন মামুন
কপি রাইটসঃ প্রতিসময় ডটকম