-জাতীয় কবির জন্মবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে সংস্কৃতি উপদেষ্টা" /> নজরুলের কবিতা গান জুলাই আন্দোলনে প্রাসঙ্গিক হয়ে উঠেছিল – প্রতিসময়
বুধবার, ০৯ জুলাই ২০২৫, ১০:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বাড়ছে গোমতী নদীর পানি, বন্যার আশঙ্কা মুরাদনগরে মা ও ছেলে-মেয়ে হত্যা মামলায় আট আসামির রিমান্ড মঞ্জুর মুরাদনগরের ধর্ষণকাণ্ড : ৫ দিনের রিমান্ডে শাহপরান অবশেষে ধর্ষণের শিকার সেই নারীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন মুরাদনগরের ধর্ষণকাণ্ড : রিমান্ড শেষে কারাগারে পর্নোগ্রাফি আইনের মামলার চার আসামি মুরাদনগরের কড়ইবাড়ি গ্রামের চাঞ্চল্যকর হত্যা মামলা ডিবিতে জলাবদ্ধতা পিছু ছাড়ছে না লক্ষণপুর ইসলামিয়া ফাযিল মাদরাসার কুমিল্লায় নিত্যপণ্যের দাম হুহু করে বাড়ছে, অস্বস্তিতে সাধারণ মানুষ ঘুরেনা কুমিল্লা রেলস্টেশনের যাত্রী ছাউনির বৈদ্যুতিক পাখা  কুমিল্লার দাউদকান্দিতে ডেঙ্গুতে মৃতের সংখ্যা সাতে দাঁড়িয়েছে প্রথমে রাজি, আড়াই ঘন্টা পর বাচ্চু মেম্বারের ‘না’ মুরাদনগরের ট্রিপল মার্ডার: ইউপি মেম্বার বাচ্চু জবানবন্দি দেননি, চেয়ারম্যান চারদিনেও অধরা মুরাদনগরে ভেজাল শিশুখাদ্য তৈরির দায়ে লাখ টাকা জরিমানা, কারখানা মালিককে সাত দিনের কারাদন্ড মুরাদনগরের আলোচিত হত্যাকাণ্ড : ৩৮ জনের নামে মামলা, ২জন গ্রেফতার আমরা যেনতেন নির্বাচন চাই না : কুমিল্লার পথসভায় জামায়াতে ইসলামীর আমির মুরাদনগরের হত্যাকাণ্ড : মামলা না হলেও গ্রেফতার আতঙ্কে পুরুষশূন্য গ্রাম কুমিল্লার মুরাদনগরের ধর্ষণকাণ্ড : ফেসবুকে ভিডিও ছড়ানোর মাস্টারমাইন্ড শাহপরান গ্রেফতার বরুড়ায় দিঘীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু মুরাদনগরে পর্নোগ্রাফি আইনের মামলায় চার আসামির রিমান্ড মঞ্জুর, শাহপরাণকে খুঁজছে পুলিশ মুরাদনগরে মাদক ব্যবসার অভিযোগে একই পরিবারের তিনজনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

নজরুলের কবিতা গান জুলাই আন্দোলনে প্রাসঙ্গিক হয়ে উঠেছিল -জাতীয় কবির জন্মবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে সংস্কৃতি উপদেষ্টা

সাদিক মামুন
  • আপডেট টাইম রবিবার, ২৫ মে, ২০২৫
  • ৩৩ দেখা হয়েছে

জুলাই আন্দোলনে কবি নজরুলের ইসলামের প্রাসঙ্গিকতা উল্লেখ করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, আপনারা যদি জুলাই আন্দোলনের দিকে তাকান, তাহলে দেখবেন কবি নজরুল কীভাবে প্রাসঙ্গিক হয়ে উঠেছিলেন। জুলাই যোদ্ধাদের কণ্ঠে, দেয়ালের লেখনীতে দেখবেন নজরুলের কবিতা-গান কীভাবে ব্যবহৃত হয়েছিল। কবি নজরুলকে জানতে এখন একটা বিশেষ সময় এসেছে। ৫ আগস্টের পরে আমরা একটি নতুন অধ্যায়ে প্রবেশ করেছি। এটি একটি শিল্পের শক্তি যে, আজ থেকে ১০০ বছর আগে তিনি কোথায় বসে গান-কবিতা লিখেছেন; উনি তখনও জানতেন না বাংলাদেশের মানুষের কাছে তার গান ও কবিতা অবলম্বন হয়ে উঠবে। আর এটিকে অবলম্বন করে তারা একটি বড় গণঅভ্যুত্থান পরিচালনা করবে। শিল্পের শক্তি নজরুলের শক্তি।

রোববার (২৫ মে) বিকেল সাড়ে ৩টায় কুমিল্লা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সংস্কৃতি উপদেষ্টা। এর আগে শিল্পকলা একাডেমির সামনে “চেতনায় নজরুল” স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সংস্কৃতি উপদেষ্টা সহ অতিথিবৃন্দ। পরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

 

কবি নজরুলের জীবন ও সাহিত্যকর্মের প্রসঙ্গ তুলে ধরে সংস্কৃতি উপদেষ্টা বলেন, জাতীয় কবি নজরুল ইসলাম বর্ণাঢ্য চরিত্রের অধিকারী ছিলেন। উনাকে নিয়ে সিনেমা বানালে বিশ্বব্যাপী সমাদৃত হবে। জাতীয় কবির দর্শন অনেক চমৎকার ছিল। নজরুল ইন্সটিটিউট সেগুলো অনুবাদের কাজ করছে। এখানে সরকারি কোনো প্রোপাগান্ডা থাকবে না। একটা সত্যিকার কাজ হবে।

 

কবি নজরুলের স্মৃতি সংরক্ষণ প্রসঙ্গে সংস্কৃতি উপদেষ্টা বলেন, নজরুলের স্মৃতি অবহেলিত। আমি জানি, কিন্তু আমরা স্মৃতি রক্ষা শুরু করি, কিন্তু স্মৃতি সংরক্ষণ করি না। এটি আমাদের খারাপ দিক। তবে আমাদের সুনজর রয়েছে, কুমিল্লায় জাতীয় কবি নজরুল ইসলামের স্মৃতিচিহ্ন সংরক্ষণের কাজ শুরু করবে সরকার। তবে এই সরকারের আমলে হয়তো স্মতিচিহ্ন সংরক্ষণের কাজ শেষ হবে না। পরবর্তীতে যে সরকার আসবে তাদেরকে এই কাজটা শেষ করতে হবে।

এবারে জাতীয় কবি নজরুলের জন্মবার্ষিকীর প্রতিপাদ্য নির্ধারণ করা হয়- ‘চব্বিশের গণঅভ্যুত্থান : কাজী নজরুলের উত্তরাধিকার’। কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে, বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় এবং কুমিল্লা জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় কুমিল্লায় তিন দিনের বর্ণাঢ্য অনুষ্ঠানমালার প্রথমদিন রোববার বিকেলে উদ্বোধনী অনুষ্ঠান শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমানের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মো. লতিফুল ইসলাম শিবলী।

 

অনুষ্ঠানে স্মারক বক্তব্য দেন- অধ্যাপক সলিমুল্লাহ খান এবং স্বাগত বক্তৃতা করেন- কুমিল্লা জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার। শুভেচ্ছা বক্তব্য রাখেন কুমিল্লা পুলিশ সুপার মো. নাজির আহমেদ খান। আলোচনা শেষে শিল্পকলা একাডেমির বিশেষ নিবেদন ‘চেতনা ও জাগরণে নজরুল’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

 

২৬ মে, সোমবার ২য় দিন কুমিল্লার মুরাদনগর উপজেলার দৌলতপুরে ও শেষ দিন মঙ্গলবার কুমিল্লাা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নজরুল জন্মবার্ষিকীর সমাপনী অনুষ্ঠিত হবে। মঙ্গলবার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া।

 

প্রসঙ্গত, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও সাহিত্যকর্মের এক তাৎপর্যপূর্ণ স্থান দখল করে আছে কুমিল্লা। তিনি তাঁর জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলো কাটিয়েছেন শিক্ষা-সাহিত্যের পাদপীঠ কুমিল্লায়। কবি কাজী নজরুলের সঙ্গে রয়েছে কুমিল্লার আত্মিক সম্পর্ক। কুমিল্লার সাথে কবির এই আত্মিক সম্পর্কই জাতীয় পর্যায়ে কবির ১২৬তম জন্মবার্ষিকী উদযাপনের জন্য কুমিল্লাকে নির্বাচিত করে সংস্কৃতি মন্ত্রণালয়। রোববার থেকে কুমিল্লায় জাতীয় পর্যায়ে কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকীর তিন দিনব্যাপী অনুষ্ঠান শুরু হয়েছে। কবি নজরুলের জন্মবার্ষিকীর অনুষ্ঠান ঘিরে উচ্ছ্বসিত কুমিল্লাবাসী।

# সাদিক /প্রতিসময়/২৫/৫/২৫

Last Updated on May 25, 2025 10:44 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102
error: Content is protected !!