যথাযথ মর্যাদায় ভাষা শহীদদের স্মরণে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি), কুমিল্লা আঞ্চলিক কেন্দ্র।
বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে আলেকজান কলেজ ক্যাম্পাসের শহীদ মিনার বেদীতে বাউবি- কুমিল্লা আঞ্চলিক কেন্দ্রের পরিচালক আহমেদ হুসেইনের নেতৃত্বে আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তা, কর্মচারী , বিভিন্ন প্রোগ্রামের সমন্বয়কারী, টিউটর এবং শিক্ষার্থীদের নিয়ে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে আঞ্চলিক কেন্দ্রের পরিচালক আহমেদ হুসেইন বলেন, বাঙালি জাতির জন্য আজকের এ দিনটি যথেষ্ট শোক ও বেদনার এবং একই সাথে ভাষার অধিকার আদায়ের জন্য সর্বোচ্চ ত্যাগ আর মহিমায়ও উজ্জ্বল- উদ্ভাসিত। ২১শে ফেব্রুয়ারি বাঙালি জাতির অস্তিত্বের ইতিহাসে একটি অনুভূতির নাম, চির প্রেরণার প্রতীক। একুশ মানেই অন্যায়ের বিরুদ্ধে মাথা নত না করার দুর্দম সাহসের সোপান। মহান একুশ নিয়ে আমাদের যে অনুভূতি, এ অনুভূতিকে আমাদের ধারণ করতে হবে। ভাষা প্রেম, ভাষার প্রতি শ্রদ্ধা এ জায়গাগুলো সমৃদ্ধ করার জন্য আমাদেরকে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে। নতুন প্রজন্মের মাঝে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব ও চেতনা জাগিয়ে তুলতে হবে।
সম্পাদকঃ শাহজাহান চৌধুরী
প্রধান সম্পাদক ও প্রকাশকঃ সাদিক হোসেন মামুন
কপি রাইটসঃ প্রতিসময় ডটকম