কুমিল্লায় নতুন ভ্যারিয়েন্টে চার জনের করোনা রোগী শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে এক নারী চিকিৎসকসহ তিন জন পুরুষ রয়েছে।
শনিবার (১৪ জুন) রাত সাড়ে ৯টায় কুমিল্লা সিভিল সার্জন ডা. আলী নূর বশির এ তথ্য নিশ্চিত করেছেন।
কুমিল্লা সিটি স্ক্যান এমআরআই স্পেশালাইজড এন্ড ডায়ালাইসিস সেন্টারে করোনা শনাক্ত পরীক্ষা শেষে এ তথ্য জানা গেছে।
করোনায় আক্রান্তরা হলেন- কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আবদুল মোমিন (৭০), কুমিল্লা সিটি করপোরেশন এলাকার ডা. সানজিদা (৩০), বুড়িচং উপজেলার মো. হেলাল আহমেদ (৩৮) ও কুমিল্লা সদর উপজেলার মো. ইবনে যুবায়ের (৩৯)।
সিভিল সার্জন ডা. আলী নূর বশির বলেন, গত তিন দিনে কুমিল্লায় ১৩ জন রোগীর নমুনা সংগ্রহ করা কয়েছে। পরীক্ষা শেষে তাদের মধ্যে ৪ জনের করোনা শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে একজন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে, দুইজন ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
Last Updated on June 14, 2025 10:40 pm by প্রতি সময়