আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে দিবসটির ও নদী-প্রকৃতি সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেছেন, নদীর সাথে জড়িয়ে আছে জীববৈচিত্র। মানুষ ও প্রকৃতির ভারসাম্য রক্ষা। অথচ নদীগুলো রক্ষায় দৃশ্যমান কোন পদক্ষেপ নেয়া হচ্ছে না। নদীর দখল, দূষণ, ভাঙ্গন ও জীব বৈচিত্রের ক্ষতি রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল হতে হবে। দখলের কারণে দেশের বিভিন্ন জেলার বেশীর ভাগ নদীর স্বাভাবিক গতিপ্রবাহ হারিয়ে গেছে। হুমকির মুখে নদী পাড়ের মানুষ। ঠিক তেমনিভাবে ব্রাহ্মণবাড়িয়ার নদীগুলো ভালো নেই। দখল হয়ে যাচ্ছে নদীর দুই পাড়, এমনকি দখলদারদের শকুনের দৃষ্টি থেকে রেহাই পাচ্ছে না খালগুলো।
বক্তারা আরো বলে, ব্রাহ্মণবাড়িয়া ঐতিহ্যবাহী তিতাস নদী ও শহরের গুরুত্বপূর্ণ টাউনখাল সহ জেলার সকল নদ নদী, খাল বিল রক্ষায় পরিবেশ সচেতন সকলকে অগ্রগণ্য ভূমিকা রাখতে হবে। ব্রাহ্মণবাড়িয়ার নদ-নদী খাল দখল-দূষণ মুক্ত করে সুন্দর ব্রাহ্মণবাড়িয়া গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে।
বৃহস্পতিবার (১৪ মার্চ) ব্রাহ্মণবাড়িয়া নদী ও প্রকৃতি সুরক্ষা সামাজিক আন্দোলন তরী বাংলাদেশ এর আয়োজনে নদীকৃত্য দিবসের সমাবেশে বক্তারা এসব কথা বলেন।
এর আগে আয়োজক সংগঠনের পক্ষ থেকে একটি র্যালি ব্রাহ্মণবাড়িয়া শহরের সুরসম্রাট আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন থেকে শুরু হয়ে জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন মুক্তমঞ্চ, বঙ্গবন্ধু স্কয়ারে গিয়ে শেষ হয়।
পরে তরী বাংলাদেশের আহবায়ক শামীম আহমেদের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসাইন৷ ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়ন সভাপতি দীপক চৌধুরীর বাপ্পি, সাধারণ সম্পাদক মো. মনির হোসেন, এটিএন নিউজ পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য্য, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, সিনিয়র সাংবাদিক সৈয়দ মোহাম্মদ আকরাম, সাহিত্য একাডেমী সাধারণ সম্পাদক নূরুল আমিন, ভাষা ও সাহিত্য অনুশীলন কেন্দ্রের সভাপতি ওসমান গণি সজিব, অঙ্কুর শিশু-কিশোর সংগঠনের সভাপতি আনিসুল হক রিপন, জামিনুর রহমান, মো.আশিকুল আলম সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ।
আরো উপস্থিত ছিলেন তরী বাংলাদেশ এর সদস্য খালেদা মুন্নী, খায়রুজ্জামান ইমরান, সুশান্ত পাল, সোহেল রানা ভূইয়া, শিপন কর্মকার, শিরিন আক্তার, শাহ মো. আলামিন, মো.শাহীন শাহ, আব্দুল হাকিম, মো. রয়েল, হিরো, এহসানুল হক, তুরকান শাহ প্রমুখ।
Last Updated on March 14, 2024 10:18 pm by প্রতি সময়