কুমিল্লায় সাংবাদিক কল্যাণ পরিষদ আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবী সা. উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেছেন, নবী করীম সা. এই দুনিয়ায় শুভাগমন সমগ্র মানবজাতির জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ নেয়ামত। আর এ নিয়ামতের শুকরিয়া আদায়ে নবী প্রেমিকরা ঈদে মিলাদুন্নবী তথা জশনে জুলুস উদযাপন করে থাকি। প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.) সমগ্র বিশ্ববাসীর জন্য সর্বোত্তম আদর্শের শিক্ষাদাতা। এই দুনিয়ায় তিনি আবির্ভূত হয়ে তাঁর সুন্দরতম আদর্শের মাধ্যমে পৃথিবীতে শান্তি-সৌহার্দ্য, সাম্য-মানবতা প্রতিষ্ঠা করে গেছেন।
রবিবার (১ অক্টোবর) বেলা ১১টায় কুমিল্লা নগরীর গর্জনখোলায় দৈনিক বাংলার আলোড়ন ভবনে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
সাংবাদিক কল্যাণ পরিষদ, কুমিল্লার প্রধান উপদেষ্টা, কুমিল্লা প্রেসক্লাবের সহ সভাপতি মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সংগঠনের সভাপতি ওমর ফারুকী তাপসের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে ঈদে মিলাদুন্নবী সা. উদযাপন ও মহানবী সা. এর জীবনের ওপর আলোকপাত করে গুরুত্বপূর্ণ আলোচনা করেন আঞ্জুমানে রহমানিয়া মইনিয়া মাইজভান্ডারিয়ার মহাসচিব ও আহলে সুন্নাত ওয়াল জামাত কুমিল্লা জেলার উপদেষ্টা আলহাজ্ব শাহ মোহাম্মদ আলমগীর খান,কান্দিরপাড় জামে মসজিদের খতিব ও ইসলামিয়া আলিয়া মাদরাসার সহযোগী অধ্যাপক মাওলানা ক্কারি মোহাম্মদ ইব্রাহিম, শাহে মদিনা হজ্ব কাফেলার চেয়ারম্যান মাওলানা মুফতি বেলাল চিশতি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন আহলে সুন্নাত ওয়াল জামাত কুমিল্লা জেলার সাধারণ সম্পাদক খাদেম মোহাম্মদ ফিরোজ, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কুমিল্লা মিডিয়া ফোরামের সভাপতি দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার সাদিক মামুন, কুমিল্লা প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক ও সময় টিভির প্রতিনিধি বাহার রায়হান, দৈনিক সমাজকণ্ঠ পত্রিকার সম্পাদক জসিম উদ্দিন চাষী, দৈনিক আজকের কুমিল্লা পত্রিকার সম্পাদক ও প্রকাশক ইমতিয়াজ আহমেদ জিতু।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক কল্যাণ পরিষদ কুমিল্লা’র সাধারণ সম্পাদক মনির হোসাইন। বক্তব্য রাখেন গাউছিয়া ইসলামিক মিশন, কুমিল্লার চেয়ারম্যান গাজী জাহাঙ্গীর আলম জাবির, ডা. আব্দুল আউয়াল, দৈনিক ডাক প্রতিদিনের বার্তা সম্পাদক নুরুল ইসলাম, দৈনিক মানবকন্ঠের জেলা প্রতিনিধি তরিকুল ইসলাম তরুণ প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাফেজ মোশারফ হোসেন, সাংবাদিক শরিফুল ইসলাম সুমন, সমাজ কণ্ঠ পত্রিকার প্রতিনিধি মোঃ মোতালেব হোসেন, দৈনিক মুক্ত খবরের জেলা প্রতিনিধি আবু বকর সিদ্দিক, দৈনিক বিজয় পত্রিকার জেলা প্রতিনিধি আক্কাস আল মাহমুদ হৃদয়, গাজী রুবেল, সোহেল রানা মজুমদার, আব্দুল কাদের, দৈনিক বাংলার আলোড়ন প্রতিনিধি মাইনুল হাসান, সমবায়ী মোঃ রুহুল আমিন, সাবেক ইউপি মেম্বার নাসিমা বেগম, ডাঃ খায়রুল ইসলাম সুমন, সাংবাদিক মোঃ বাদলসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীরা।
আলোচনা শেষে শেষে দেশ-জাতির উন্নতি, সমৃদ্ধি কামনায় মোনাজাত পরিচালনা করেন মাওলানা ক্কারি মোহাম্মদ ইব্রাহিম।
Last Updated on October 1, 2023 7:06 pm by প্রতি সময়