শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০১:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আলিয়া মাদরাসার প্রিন্সিপাল আব্দুল মতিনের জানাজা শুক্রবার সকাল দশটায় কুমিল্লা আলিয়া মাদরাসা প্রিন্সিপাল আব্দুল মতিন আর নেই শনিবার দিনব্যাপী কুমিল্লায় সাড়ে ৯ লক্ষাধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন-এ ক্যাপসুল মুরাদনগরে শিশু সুরক্ষায় এতিমখানার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত মহাসড়কের চৌদ্দগ্রামে দুই প্রবাসীর গাড়িতে ডাকাতি : আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্য গ্রেফতার ডিবি পুলিশের অভিযানে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্য গ্রেফতার কুমিল্লার মুরাদনগরে দুর্যোগ প্রস্তুতির মহড়া অনুষ্ঠিত কুমিল্লা ইপিজেড : সাত মাসেই রেকর্ড বিনিয়োগ ও রফতানিতে কুমিল্লায় র‍্যাব পরিচয়ে প্রবাসীর থেকে চাঁদা নিতে এসে দুইজন আটক যুব মহিলালীগের সদস্য দেবিদ্বারের তানিয়া গ্রেফতার মুরাদনগরের শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ আলী গ্রেফতার কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ মসজিদের অব্যাহতিপ্রাপ্ত ইমামের অনুসারীদের কান্ড!  মুদ্রাস্ফীতির তারতম্যের আলোকে দেনমোহর নির্ধারণের যুগান্তকারী রায় মুরাদনগরে অটোরিকশা উল্টে বৃদ্ধার মৃত্যু মুরাদনগরে ইউএনও’র নেতৃত্বে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান এনসিপির কমিটিতে কুমিল্লার আট তরুণ নেতা অনিয়মের অভিযোগে বাধ্যতামূলক ছুটিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কুমিল্লায় ভূগর্ভস্থ পানির স্তর দিন দিন নেমে যাচ্ছে মহাসড়কে সেনাবাহিনী-হাইওয়ে পুলিশের যৌথ অভিযান, লক্ষাধিক টাকা জরিমানা আদায়  দি স্কলার ফাউন্ডেশন বহুমুখী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নাঙ্গলকোটে নামাজরত অবস্থায় খুন হলেন এক নারী

মজিবুর রহমান মোল্লা,স্টাফ রিপোর্টার (নাঙ্গলকোট) কুমিল্লা
  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
  • ১১৮ দেখা হয়েছে

কুমিল্লার নাঙ্গলকোটে নামাজরত অবস্থায় রাশেদা বেগম (৫৫) নামে এক নারীকে শ্বাসরোধ ও মাথায় আঘাত করে নৃশংসভাবে খুন করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘটনাটি ঘটেছে। তিনি উপজেলার জোড্ডা পশ্চিম ইউনিয়নের গোয়ারুয়া মানিকমুড়া পাড়ার মৃত আবুল কাশেমের স্ত্রী। তার এক ছেলে ও তিন মেয়ে রয়েছে। ছেলে বিল্লাল হোসেন পোল্যান্ড প্রবাসী। তিনি ঘরে একা বসবাস করতেন। থানা পুলিশ লাশ উদ্ধার করে বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে বৃহস্পতিবার দুপুরে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, ঘটনাটি শোনার পর বুধবার রাতে ঘটনাস্থলে গিয়েছি। ওই মহিলার মাথায় আঘাতের চিহ্ন ছিল। আজ (বৃহস্পতিবার) সকালে লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের পর বিস্তারিত জানা যাবে।

 

নিহত রাশেদা বেগমের মেয়ে জান্নাতুল ফেরদাউস জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মায়ের সাথে আমার সর্বশেষ কথা হয়। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মায়ের মুঠো ফোনে আবার ফোন দিলে ফোন বন্ধ পাওয়া যায়। পরে পার্শ্ববর্তী ঘরের মামাতো বোন জ্যোস্নাকে আমাদের ঘরে গিয়ে মায়ের খবর নিতে বলি। সে আমাদের ঘরে গিয়ে সব দরজা খোলা এবং সব কক্ষের বৈদ্যুতিক বাতি বন্ধ দেখতে পান। পরে তিনি ঘরের বৈদ্যুতিক বাতি অন করে আমার মাকে নামাজের জানাযার উপর উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন। এসময় আমার মায়ের চুল এলোমেলো, গলায় ওড়না পেঁছানো এবং জিহবা বের অবস্থায় দেখতে পান। খবর পেয়ে আমি আমার শ্বশুরবাড়ি গোয়ারুয়া গ্রাম থেকে বাড়ি এসে আমার মাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পাই। তাকে উদ্ধার করে লাকসাম প্রাইভেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।পরে পুলিশকে জানালে রাত সাড়ে ১১টার দিকে নাঙ্গলকোট থানা পুলিশ ঘটনাস্থলে এসে মায়ের লাশ থানায় নিয়ে যায়।
জান্নাতুল ফেরদৌস জানান, দুর্বৃত্তরা তার মায়ের সঙ্গে থাকা প্রায় দুই ভরি স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে যায়। তার মাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি তার মায়ের খুনের বিচার দাবি করেন।

 

স্থানীয় ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন মজুমদার বলেন, বুধবার বাদমাগরিব দুর্বত্তরা নামাজরত অবস্থায় মহিলাকে গলায় ওড়না পেঁছিয়ে ও মাথায় আঘাত করে খুনের করেছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের খুঁজে বের করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।

Last Updated on July 27, 2023 6:19 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102