কুমিল্লার নাঙ্গলকোটের রায়কোট ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের বিরুদ্ধে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন প্রসূতি মায়ের পরিবার।
মঙ্গলবার বিকেলে ভুক্তভোগী প্রসূতি কামরুন্নাহার তানিয়ার মা তাসলিমা আক্তার এ অভিযোগ করেন।
তিনি বলেন, সোমবার দুপুরে ওই পরিবার কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার নাসরিন সুলতানা আমার মেয়ে তানিয়াকে জোর জবরদস্তিমূলক ও জরায়ুতের একাধিক কাটা-ছেঁড়ার মাধ্যমে সন্তান প্রসব করায় তার ছেলে নবজাতকের মৃত্যু হয়েছে। এছাড়া মেয়ের জরায়ুতে রক্তক্ষরণ এবং কাঁটা-ছেঁড়ায় প্রচন্ড ব্যাথা হচ্ছে।প্রসূতি কামরুন্নাহার তানিয়া (২২) রায়কোট ইউনিয়নের উত্তর মাহিনী পূর্ব পাড়া গ্রামের খোরশেদ আলমের মেয়ে।
এ বিষয়ে রায়কোট ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নাসরীন সুলতানা বলেন, প্রসূতি মা দুর্বল হওয়ায় জোর নিতে পারেনি। তাই নবজাতকের মাথা আটকে যায়। পরে দুপুরের দিকে ছোট সিজার করে বাচ্চা বের করলে দেখা যায় নবজাতক মৃত। প্রসূতি মাকে যখন আনা হয়েছে। তখন বাচ্চা জীবিত ছিলো কি না জানতে চাইলে নাসরীন সুলতানা বলেন, জ্বি জীবিত ছিল।
নাঙ্গলকোট উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ জাকারিয়া বলেন, এব্যাপারে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদকঃ শাহজাহান চৌধুরী
প্রধান সম্পাদক ও প্রকাশকঃ সাদিক হোসেন মামুন
কপি রাইটসঃ প্রতিসময় ডটকম