কুমিল্লার নাঙ্গলকোট আফসারুল উলুম কামিল মাদ্রাসার গর্ভনিং বডির সভাপতি মনোনীত হয়েছেন বিশিষ্ট ব্যাংকার অহিদুর রহমান মজুমদার খোকন। তিনি ন্যাশনাল ব্যাংকের এভিপি পদে কর্মরত রয়েছেন।
ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্তৃক স্বাক্ষরিত এক পরিপত্রে অহিদুর রহমান মজুমদারকে সভাপতি মনোনীত করা হয়। তিনি নাঙ্গলকোট পৌরসভার হরিপুর মজুমদার বাড়ীর মরহুম তৈয়বুর রহমান মজুমদারের পুত্র।
অহিদুর রহমান বলেন, নাঙ্গলকোট আফসারুল উলুম কামিল মাদ্রাসার গর্ভনিং বডির সভাপতি পদে এ দায়িত্ব আমার জন্য শুধু একটি মর্যাদাপুর্ণ পদই নয়, বরং এটি একটি মহান আমানত। আমি সর্বাত্মক চেষ্টা করব প্রতিষ্ঠানটির শিক্ষার গুণগত মানোন্নয়ন, আধুনিক ও যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা এবং শিক্ষার্থী ও শিক্ষকদের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখতে।
Last Updated on June 18, 2025 6:36 pm by প্রতি সময়