কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেবুবকে বিদায় সংবর্ধনা দিয়েছে নাঙ্গলকোট প্রেসক্লাব। সোমবার (১১ ডিসেম্বর) প্রেসক্লাব মিলনায়তনে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার রায়হান মেহেবুবকে নাঙ্গলকোট প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল ভালোবাসা ও সম্মাননা স্মারক দেওয়া হয়।
এসময় সংবর্ধিত বিদায়ী অতিথি রায়হান মেহেবুব নাঙ্গলকোট প্রেসক্লাব সাংবাদিকদের ভালোবাসা ও মুগ্ধতায় ভরা বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের প্রশংসা করেন। তিনি বলেন, বদলীজনিত কারণে আরেকটি উপজেলায় দায়িত্বপ্রাপ্ত হলেও নাঙ্গলকোট উপজেলার সকল শ্রেণি পেশার মানুষের সহযোগিতা, ভালোবাসা হৃদয়ে গাঁথা থাকেব। বিশেষ করে এখানকার সাংবাদিক তথা প্রেসক্লাবের সকল নেতৃবৃন্দের ঐকান্তিক সহযোগিতা এবং উপজেলা প্রশাসনের সকল খবর অত্যন্ত নিষ্ঠা ও দায়িত্বের সঙ্গে স্ব-স্ব মিডিয়ায় প্রকাশ এবং প্রশাসনকে সর্বাত্মক সেহযোগিতা দিয়েছেন। আমি আশা করি, আমার স্থলাভিষিক্ত যিনি হবেন ওনাকে এমনিভাবে সহযোগিতা করবেন।
নাঙ্গলকোট প্রেসক্লাব সভাপতি মজিবুর রহমান মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ আশরাফুল হক। স্ববাগত ক্তব্য রাখেন নাঙ্গলকোট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি প্রভাষক জাকির হোসেন ভূঁইয়া।
এসময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাব সহ-সভাপতি প্রভাষক নিজাম উদ্দিন মজুমদার শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন রিয়াজ, সহ-সাংগঠনিক সম্পাদক তোফায়েল মাহমুদ ভূঁইয়া বাহার, অর্থ সম্পাদক রেজাউল করিম রাজু, দপ্তর সম্পাদক মেহেদি হাসান ভূঁইয়া আজিম, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ ওমর ফারুক, প্রচার ও প্রকাশনা সম্পাদক শরীফ আহম্মেদ মজুমদার, ক্রীড়া সম্পাদক তোফায়েল হোসেন মজুমদার প্রমুখ।
সম্পাদকঃ শাহজাহান চৌধুরী
প্রধান সম্পাদক ও প্রকাশকঃ সাদিক হোসেন মামুন
কপি রাইটসঃ প্রতিসময় ডটকম