# কুমিল্লায় বিভাগীয় সমাবেশে বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের চেয়ারম্যান" /> নির্বাচনের অসুস্থ প্রতিযোগিতায় ভুলুন্ঠিত হচ্ছে গণতন্ত্র ও ভোটের অধিকার – প্রতিসময়
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৪:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বিনামূল্যে সার বীজ পেলো নাঙ্গলকোটের কৃষকরা চান্দিনায় সড়কের বেহাল দশার সঙ্গে ঝুঁকি বাড়িয়েছে ভাঙ্গা কালভার্ট সহকারী প্রক্টরের পদ থেকে পদত্যাগ করলেন উপাচার্যপন্থি শিক্ষক বরুড়ার মানুষ পরিবর্তন চায় : চেয়ারম্যান প্রার্থী হামিদ লতিফ ভূইয়া কামাল কুবি প্রশাসনকে ২৪ ঘণ্টার আলটিমেটাম শিক্ষক সমিতির তীব্র গরমে পথচারী ও নিম্নআয়ের মানুষের পাশে কুমিল্লা জেলা ট্রাফিক পুলিশ প্রতীক পেয়ে প্রচারণায় নাঙ্গলকোট উপজেলা নির্বাচনের প্রার্থীরা দাউদকান্দিতে পুকুর থেকে মাদ্রাসা ছাত্রীর লাশ উদ্ধার চান্দিনায় প্রতিবন্ধী নারী হত্যার দায়ে রংমিস্ত্রির মৃত্যুদণ্ড দাউদকান্দিতে একই পরিবারের চারজনের প্রাণ গেলো সড়ক দুর্ঘটনায় কুমিল্লার কালিরবাজারে ছাত্রদলকর্মী হত্যা : সাবেক ইউপি চেয়ারম্যানসহ ১৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড কুমিল্লার মুরাদনগর-ইলিয়টগঞ্জ সড়কে জ্বলবে ৪৬ সোলার লাইট তীব্র তাপদাহ : কুবিতে অনলাইন ক্লাসের সিদ্ধান্ত বরুড়া উপজেলা পরিষদ নির্বাচনে পাঁচ চেয়ারম্যান প্রার্থীসহ ১৩ জনের মনোনয়নপত্র দাখিল উপজেলা পরিষদ নির্বাচন : কুমিল্লা সদরে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হওয়ার পথে টুটুল পাবেল বকুল সিএনজি অটোরিকশা চালক হত্যার দায়ে দুই জনের মৃত্যুদণ্ড তীব্র গরমে অতিষ্ঠ মুরাদনগরের জনজীবন মাভাবিপ্রবিতে বেড়েছে ৩০ আসন‌ চান্দিনায় দেশ ট্রাভেলস এক্সপ্রেসের সুপারভাইজার নিহত মাদক সেবনের বকেয়া টাকার পরিশোধ হিসেবে স্ত্রীকে বন্ধক, গণধর্ষণের শিকার

নির্বাচনের অসুস্থ প্রতিযোগিতায় ভুলুন্ঠিত হচ্ছে গণতন্ত্র ও ভোটের অধিকার # কুমিল্লায় বিভাগীয় সমাবেশে বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের চেয়ারম্যান

সাদিক মামুন
  • আপডেট টাইম শনিবার, ৪ মার্চ, ২০২৩
  • ১১৮ দেখা হয়েছে

অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে শক্তিশালী ও কার্যকর স্বাধীন নির্বাচন কমিশন গঠনের আহবান জানিয়ে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান মাওলানা এম এ মতিন বলেছেন, নির্বাচন ঘনিয়ে এলে দেশে এক অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়। এতে করে বারবার ভূলুণ্ঠিত হচ্ছে গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার। নির্বাচন কমিশনের পূর্ণ স্বাধীনতাই পারে জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে।

 

কার্যকর স্বাধীন নির্বাচন কমিশন প্রতিষ্ঠা, অবহেলিত সুফিবাদী জনতার অধিকার আদায়, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ, দুর্নীতি, সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত সমাজ প্রতিষ্ঠা ও জাতীয় শিক্ষানীতিতে ধর্মীয় শিক্ষা সংকোচনের প্রতিবাদসহ দশ দফা দাবিতে গতকাল শনিবার কুমিল্লা টাউন হল মাঠে অনিুষ্ঠিত বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে দলটির চেয়ারম্যান আরও বলেন, ধর্মহীন শিক্ষানীতি জাতিকে পঙ্গু করার নামান্তর। মাদরাসা শিক্ষায় বিধর্মী ও কাল্পনিক গল্প সংযোজনের মাধ্যমে যে ষড়যন্ত্র শুরু হয়েছে তা কখনো বরদাশত করা হবে না। দেশজড়ে বর্তমানে নৈতিকতার চরম অবক্ষয় চলছে। বিপর্যয়ের শিকার হচ্ছে ছাত্র ও যুবসমাজ। এ অবস্থা থেকে উত্তরণের জন্য দেশ-জাতির উন্নতির লক্ষ্যে নৈতিকতাসম্পন্ন আদর্শিক নেতৃত্ব সৃষ্টি করতে হবে।দেশের অধিকাংশ মানুষ সুফীবাদী। কিন্তু সুফীবাধীরাই আজকে সবচে বেশি অবহেলিত ও অধিকার বঞ্চিত। বায়তুল মুকাররম, ইসলামিক ফাউন্ডেশনসহ কোথাও সুন্নি জনতার প্রতিনিধিত্ব নেই। দেশের উপজেলা পর্যায়ে নির্মাণাধীন ৫৬০টি মডেল মসজিদের অধিকাংশই আজ স্বাধীনতা বিরোধী উগ্রবাদীদের দখলে। আমরা  সুফিবাদী জনতাকে তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি।

 

বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা গাজী এম এ ওয়াহিদ সাবুরীর সভাপতিত্বে সমাবেশের প্রধান বক্তা দলটির মহাসচিব অধ্যক্ষ স উ ম আবদুস সামাদ নির্বাচনকালীন সময়ে গুরুত্বপূর্ণ পাঁচ মন্ত্রণালয় সাংবিধানিক পন্থায় নির্বাচন কমিশনের অধীনে এনে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ সৃষ্টির ব্যবস্থাসহ গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় দশ দফা প্রস্তাবনা তুলে ধরেন।

সমাবেশে বক্তব্য রাখেন, দলের প্রেসিডিয়াম সদস্য আল্লামা আবু সুফিয়ান খান আবেদী আলকাদেরী, অ্যাডভোকেট আবু নাছের তালুকদার, এম.সোলায়মান ফরিদ, সৈয়দ মোজাফ্ফর আহমদ মোজাদ্দেদী, যুগ্ম মহাসচিব মাসুম বিল্লাহ মিয়াজী, সাংগঠনিক সচিব এডভোকেট ইসলাম উদ্দিন দুলাল, দপ্তর সচিব আবদুল হাকিম, সহকারী দপ্তর সচিব মুহাম্মদ ফরিদুল ইসলাম, কুমিল্লা জেলা ইসলামী ফ্রন্টের সভাপতি মাওলানা মো. আব্দুল মান্নান, প্রচার সচিব মাষ্টার আবুল হোসাইন, প্রকাশনা সচিব সৈয়দ মুহাম্মদ আবু আজম, তথ্য ও প্রযুক্তি সচিব মুহাম্মদ জসিম উদ্দিন, ইসলামিক স্কলার মাওলানা গোলাম কিবরিয়া আজহারী, দলের কেন্দ্রীয় শুরাসদস্য সাংবাদিক গাজী জাহাঙ্গীর আলম জাবির, ছাত্রসেনার কেন্দ্রীয় সভাপতি সাইফুদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল জাবের, মাওলানা জয়নুল আবেদীন কাদেরী, মাওলানা আবদুল মোস্তফা রাহিম আযহারী, সৈয়দ মুহাম্মদ হাসান আযহারী, এডভোকেট মোহাম্মদ হেলাল উদ্দিন, মোঃ রফিকুল ইসলাম, সৈয়দ মোখতার আহমদ ছিদ্দিকী, হাফেজ মাওলানা আমিনুল ইসলাম, মো. তাবারুক হোসাইন, হাজী মোহাম্মদ রুবেল, মহিউদ্দিন মোল্লা, পীর মাওলানা মোঃ আবদুল জব্বার, মাওলানা মো. আবদুল জলিল রেজভী, কাজী আবুল বাশার, তাজুল ইসলাম ভূইয়া, গোলাম মোস্তফা শাহ, হোসাইন মোঃ আলমগীর, জসিম উদ্দিন নূরী, পীরজাদা কাজী ওমর ফারুক, নাছির উদ্দিন মাহমুদ, যুবনেতা অধ্যক্ষ ডা. এস এম সরওয়ার, শাহিদুল ইসলাম মামুন প্রমুখ।

Last Updated on March 4, 2023 4:41 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102