এসএসসি পরীক্ষায় স্ত্রীকে নকল সরবরাহের দায়ে দুই বছরের দণ্ড মাথায় নিয়ে কারাগারে যেতে হয়েছে বেচারা স্বামী কে। দণ্ডপ্রাপ্ত যুবকের নাম সাইফুল ইসলাম (২৩)।
তিনি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বিনয়নগর গ্রামের বাসিন্দা। তার স্ত্রী সোনাইমুড়ী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে হিসাববিজ্ঞান পরীক্ষা দিচ্ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কানিজ ফাতেমা বলেন, সোমবার (১১ মার্চ) সকাল থেকে সোনাইমুড়ী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে হিসাববিজ্ঞান পরীক্ষা চলছিল। এ সময় সাইফুল নামে এক যুবক তার স্ত্রীকে জানালা দিয়ে মোবাইল থেকে নকল সরবরাহ করছিলেন। পরে তাকে কেন্দ্রের দায়িত্বে থাকা ট্যাগ অফিসার হাতেনাতে আটক করেন।
পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. শাহিন মিয়া মোবাইল ফোনে হোয়াটসআপে নকল সরবরাহের প্রমাণ পাওয়ায় সাইফুল নামে ওই যুবককে দুই বছরের কারাদণ্ড দেন।
জানা গেছে, কুমিল্লার মনোহরগঞ্জের বিনয়নগর গ্রামের বাসিন্দা সাইফুলকে সকালে সোনাইমুড়ী থানায় হস্তান্তরের পর বিকেলে তাকে কারাগারে পাঠানো হয়।
Last Updated on March 14, 2024 4:46 am by প্রতি সময়