বাঙালির প্রাণের উৎসবের আরেক নাম পহেলা বৈশাখ। নব আনন্দ, উচ্ছ্বাস, উদ্দীপনা আর উল্লাসে নতুন করে আজ সোমবার বাঙলা নববর্ষের প্রথমদিনে সারা দেশবাসীর মতো কুমিল্লার সর্বস্তরের মানুষ হৃদয়ের উষ্ণতা দিয়ে বরণ করেছে ১৪৩২ সালকে। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বাঙলা নববর্ষকে নতুন আঙ্গিকে বরণ করেছে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি।
সোমবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখে আনন্দ শোভাযাত্রা বের করে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি । বিপুল সংখ্যক নেতা-কর্মী-সমর্থক শোভাযাত্রায় অংশ নেয়। নববর্ষের আনন্দ আর উৎসবের আমেজে বিএনপি নেতাকর্মীদের এই শোভাযাত্রা নগরীর সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে। বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকায় সজ্জিত আনন্দ শোভাযাত্রাটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিকেলে কুমিল্লা টাউনহল মঞ্চে নববর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।
এদিকে শোভাযাত্রায় নেতৃত্ব দেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াছিন।
এছাড়াও কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউছুফ মোল্লা টিপু, জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আমিরুজ্জামান আমীর প্রমুখ নেতৃবৃন্দ শোভাযাত্রায় উপস্থিত ছিলেন।
Last Updated on April 14, 2025 9:48 pm by প্রতি সময়