বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা সভাপতি ও পিপুলিয়া ইসলামিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল মুফতি নজির আহমেদ মজুমদার ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মঙ্গলবার (২ জানুয়ারি) বিকাল সাড়ে তিনটার দিকে তিনি রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন, কুমিল্লা মহানগর সভাপতি ও কুমিল্লা ইসলামিয়া আলিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল মোহাম্মদ আবদুল মতিন।
তিনি জানান, মুফতি নজির আহমেদ মজুমদার বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। পরে তাকে ঢাকায় ইউনাইটেড হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তাঁর প্রথম জানাজা বুধবার (৩ জানুয়ারি) সকাল ৯টায় কুমিল্লা নগরীর চকবাজারে ইসলামিয়া আলিয়া কামিল মাদরাসা মাঠে, দ্বিতীয় জানাজা সকাল ১১টায় কুমিল্লা সদর দক্ষিনের পিপুলিয়া ইসলামিয়া কামিল মাদরাসা মাঠে ও তৃতীয় জানাজা বাদ জোহর
মরহুমের নিজ বাড়ি নাঙ্গলকোটে অনুষ্ঠিত হবে।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন, কুমিল্লা জেলার সভাপতি মৌকারা দরবারের পীর সাহেব আলহাজ্ব মুহাম্মদ নেসার উদ্দিন ওয়ালিউল্লাহী, সাধারণ সম্পাদক প্রিন্সিপাল শাহ মোহাম্মদ মহিউদ্দিন ও সংগঠনের কুমিল্লা মহানগর সভাপতি প্রিন্সিপাল মোহাম্মদ আবদুল মতিন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও শোক প্রকাশ ও নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন রাজাপুরা দরবার শরীফের পীর সাহেব আল্লামা শাহ মোহাম্মদ নাদিমুর রশিদ আল-ক্বাদেরী এবং পিপুলিয়া কামিল মাদরাসার সভাপতি ও কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেডেরব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবদুর রশিদ।
Last Updated on January 2, 2024 6:48 pm by প্রতি সময়