জাতীয় সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দ বলেছেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় অবিচল প্রকৃত গণমাধ্যম কর্মীরাই পারে একটি বৈষম্যহীন কল্যাণকর রাষ্ট্র গঠনে ভূমিকা রাখতে। জাতীয় সাংবাদিক সংস্থা সাংবাদিকদের পেশাগত উৎকর্ষ সাধন ও জীবনমান উন্নয়নে দীর্ঘ সময় ধরে কাজ করে যাচ্ছে। এ সংগঠন সারাদেশের সাংবাদিকদের মধ্যে সৌহাদ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে ভূমিকা রাখছে। অপসংবাদিকতা রোধে মূলধারার গণমাধ্যম ও সংবাদকর্মীদের সজাগ দৃষ্টি ও সচেতন থাকতে হবে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে কুমিল্লা নগরীর একটি রেস্তোরাঁর হলরুমে জাতীয় সাংবাদিক স্বাস্থ্য কুমিল্লা জেলা শাখার সম্মেলনে এসব কথা বলেন সংগঠনের সাংবাদিক নেতারা।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মমিনুর রশীদ শাইন। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির মহাসচিব মোঃ কামরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব মোঃ আব্দুল মজিদ, জাতীয় সাংবাদিক সংস্থার কুমিল্লা জেলার প্রধান উপদেষ্টা ও সিটিভি নিউজ২৪ সম্পাদক ওমর ফারুকী তাপস, সংগঠনের উপদেষ্টা ও কুমিল্লা প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাদিক হোসেন মামুন, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ-সাধারণ সম্পাদক ও উপদেষ্টা মাহাবুব আলম চপল, ভিক্টোরিয়া কলেজের সহকারি অধ্যাপক মোঃ শিপন মিয়া, সংগঠনের উপদেষ্টা রবিউল হক শামীম।
সম্মেলনে সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থার কুমিল্লা জেলা সভাপতি তরিকুল ইসলাম তরুণ, সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক জুয়েল রানা মজুমদার এবং সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম সুমন।
অনুষ্ঠানে জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি বরেণ্য সাংবাদিক নেতা প্রয়াত মুহাম্মদ আলতাফ হোসেনের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
এর আগে জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার ৪১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।
সম্পাদকঃ শাহজাহান চৌধুরী
প্রধান সম্পাদক ও প্রকাশকঃ সাদিক হোসেন মামুন
কপি রাইটসঃ প্রতিসময় ডটকম