‘ডামি নির্বাচন’ হিসেবে আলোচিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার ৬টি আসনে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হয়েছিলেন আওয়ামী লীগের ৬ নেতা। এরমধ্যে ২ জন দলীয় প্রতীক এবং ৪ জন নৌকার বিপরীতে স্বতন্ত্র প্রতীকে প্রার্থী হয়ে প্রথমবার এমপি নির্বাচিত হয়ে শেখ হাসিনার পতনের আগেই দেশ-বিদেশে আত্মগোপনে চলে যান।
তারা হলেন- কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসনের ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, কুমিল্লা-২ (হোমনা-মেঘনা) আসনের অধ্যাপক আব্দুল মজিদ, কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের জাহাঙ্গীর আলম সরকার, কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের আবুল কালাম আজাদ, কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের আবু জাহের এবং কুমিল্লা-৮ (বরুড়া) আসনের আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন শামীম। শপথ গ্রহনের পর মাত্র ৬ মাস ২৭ দিনের এমপি হওয়ার সাধ নিয়ে গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার পতনের ঘন্টা বাঁজার অবস্থা আঁচ করতে পেরে আগেভাগেই ৪জন দেশ ত্যাগ ও ২জন আত্মগোপনে চলে যান। ওই ডামি নির্বাচনে ৬ প্রার্থীর জনপ্রতি কমপক্ষে ১০ কোটি টাকা করে ব্যয় করেছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকে সরকার পতনের দিন পর্যন্ত হত্যা, হামলা, নাশকতার ঘটনায় কুমিল্লায় প্রথমবার নির্বাচিত ৬ জনের মধ্যে সদ্য সাবেক এমপি ইঞ্জিনিয়ার আব্দুস সবুর ও আবুল কালাম আজাদ, আবু জাহেরকে মামলার আসামি করা হয়েছে। বাকি তিন জনের বিরুদ্ধে এখনো কোনো মামলার খবর জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, আলোচিত ডামি নির্বাচনে প্রথমবার এমপি নির্বাচিত হয়ে মাত্র ৬ মাস ২৭ দিনের দায়িত্বে থাকা সদ্য সাবেক এমপিদের মধ্যে কুমিল্লা-১ আসনের ইঞ্জিনিয়ার আব্দুস সবুর আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশত্যাগের সুবিধা করতে না পারায় দেশেই আত্মগোপনে রয়েছেন। কুমিল্লা-২ আসনের অধ্যাপক আব্দুল মজিদ তার ঢাকার একটি বাড়িতে অবস্থান করছেন। কুমিল্লা-৩ আসনের জাহাঙ্গীর আলম সরকার সিঙ্গাপুর চলে গেছেন। কুমিল্লা-৪ আসনের আবুল কালাম আজাদ দেশত্যাগ করে গ্রিসে পাড়ি জমিয়েছেন। কুমিল্লা-৫ আসনের আবু জাহের ব্যাংকক চলে গেছেন এবং দেশের বৃহৎ শিল্পগোষ্ঠী এসকিউ গ্রæপের চেয়ারম্যান কুমিল্লা-৮ আসনের আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন শামীম আওয়ামী লীগ সরকারের পতনের আগেই অস্ট্রেলিয়ায় স্ত্রী-সন্তানের কাছে চলে যান।
এদিকে বিভিন্ন সূত্রে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ওই ‘ডামি নির্বাচনে’ কুমিল্লার ৬টি আসনে প্রথমবার এমপি হওয়ার জন্য তারা জনপ্রতি কমপক্ষে ১০ কোটি টাকা নির্বাচনী ব্যয় করেছেন।
Last Updated on September 23, 2024 12:52 pm by প্রতি সময়