প্রথম আলো কুমিল্লা বন্ধুসভার আয়োজনে বৃহস্পতিবার কুমিল্লা রেলওয়ে পাবলিক হাই স্কুলে ভাষা প্রতিযোগিতার পুরস্কার বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রথম আলো কুমিল্লা বন্ধু সভার সভাপতি ও কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রথম আলো কুমিল্লা বন্ধুসভার উপদেষ্টা সাংস্কৃতিক ব্যক্তিত্ব মো. জামিল আহম্মেদ খন্দকার, সুজনের সভাপতি শিক্ষানুরাগী শাহ মো. আলমগীর খান, কুমিল্লা রেলওয়ে পাবলিক হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলাম, প্রথম আলো কুমিল্লা প্রতিনিধি আবদুর রহমান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মা-মাতৃভাষা ও মাতৃভূমিকে শ্রদ্ধা জানিয়ে সুন্দর ও শুদ্ধ করে বাংলা ভাষা বলা ও বুঝার জন্য এই ভাষা প্রতিযোগতার আয়োজন। আমাদের বাংলা ভাষা ও দেশ একই সূত্রে গাথা। দেশের প্রতি ভালোবাসা শুরু হয় ভাষার প্রতি ভালোবাসা থেকে। বাংলা ভাষা ভালো করে না জানলে কোনো ভাষাই ভালো করে শিখা যাবে না
কুমিল্লা বন্ধুসভার সাবেক সাধারন সম্পাদক নাজমুস সাকিব বিন মোস্তফাও বর্তমান সাংগঠনিক সম্পাদক হানিফ মোছাব্বীরের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রথম আলো কুমিল্লার আঞ্চলিক ব্যবস্থাপক মাসুদ রানা জুয়েল।
এসময় উপস্থিত ছিলেন প্রথম আলো ফটো সাংবাদিক এম সাদেক, প্রথম আলো কুমিল্লা বন্ধুসভার সহসভাপতি শামসুজ্জাহা মৃদুল, যুগ্নসম্পাদক মাহির বিন আইয়ুব, সদস্য প্রমিত রায় প্রমুখ। ভাষা প্রতিযোগিতায় প্রায় দুইশতাধিক অংশগ্রহণ করে। ভাষা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার হিসাবে বই ও সনদ প্রদান করা হয়।
সম্পাদকঃ শাহজাহান চৌধুরী
প্রধান সম্পাদক ও প্রকাশকঃ সাদিক হোসেন মামুন
কপি রাইটসঃ প্রতিসময় ডটকম