প্রথম আলো বন্ধুসভা কুমিল্লা জেলা কমিটির ব্যবস্থাপনায় প্রয়াত ফটো সাংবাদিক এম সাদেক স্মরণে তাঁর নামে একটি স্মৃতি পাঠাগার উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার কুমিল্লা নগরীর কান্দিরপাড় নাহার প্লাজায় প্রথম আলো অফিসে এম সাদেক স্মৃতি পাঠাগার উদ্বোধন করা হয়। এম সাদেক প্রথম আলো পত্রিকার ফটো সাংবাদিক ছিলেন।
উদ্বোধন শেষে ইফতার ও দোয়া অনুষ্ঠান বন্ধুসভা কুমিল্লা জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ মহিউদ্দিন লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা মেডিকেল কলেজের কলেজের সাবেক অধ্যক্ষ বন্ধুসভার উপদেষ্টা অধ্যাপক ডা. মোসলেহ উদ্দিন আহমেদ, বিশেষ অতিথি ছিলেন বন্ধুসভার উপদেষ্টা শাহ মো. আলমগীর খান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বন্ধুসভার উপদেষ্টা জামিল আহমেদ খন্দকার, দৈনিক প্রথম আলো কুমিল্লার প্রতিনিধি ও বন্ধুসভার উপদেষ্টা আবদুর রহমান।
প্রথম আলো কুমিল্লা বন্ধুসভার সাধারণ সম্পাদক প্রশান্ত কর্মকারে পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা আঞ্চলিক ব্যবস্থাপক মাসুদ রানা জুয়েল।
এম সাদেক স্মৃতি পাঠাগারের উদ্যোগকে অভিনন্দন জানিয়ে অধ্যাপক ডা. মোসলেহ উদ্দিন আহমেদ বলেন, আজকের এই মহতী আয়োজনের অংশ হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। একটি পাঠাগার কেবল বইয়ের সংগ্রহশালা নয়, এটি একটি জ্ঞানের বাতিঘর, যেখানে পাঠকরা নিজেদের জ্ঞানের আলোয় আলোকিত করতে পারেন। বই মানুষের পরম বন্ধু, যা আমাদের কল্পনাশক্তিকে প্রসারিত করে, নতুন চিন্তাধারার সাথে পরিচয় করিয়ে দেয় এবং আমাদের সৃজনশীলতাকে জাগিয়ে তোলে।
শাহ মো. আলমগীর খান বলেন, প্রথম আলো বন্ধুসভা সৃজনশীলতা, নেতৃত্বের গুণাবলি এবং সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করার লক্ষ্যে কাজ করে। এর বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থী ও তরুণদের সামাজিক ও ব্যক্তিগত উন্নয়নে উৎসাহিত করা হয়। এ পাঠাগারের মধ্য দিয়ে জনপ্রিয় ফটো সাংবাদিক এম সাদেকের স্মৃতিকে আমরা ধরে রাখতে পারব।
জামিল আহমেদ খন্দকার বলেন, জ্ঞানার্জনের মাধ্যমে একটি জাতি উন্নতির শিখরে পৌঁছাতে পারে। তাই, জ্ঞানার্জনের জন্য পাঠাগারকে প্রাণবন্ত ও কার্যকর রাখতে আমাদের সবাইকে দায়িত্ব নিতে হবে।
দৈনিক প্রথম আলো কুমিল্লার প্রতিনিধি আবদুর রহমান বলেন, আমি আশা করি বন্ধুসভার বন্ধুরা, শিক্ষার্থী ও পাঠকেরা এম সাদেক স্মৃতি পাঠাগারে আসবেন, বই পড়বেন এবং নিজেদের মেধা ও মননকে সমৃদ্ধ করবেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রথম আলো বন্ধুসভার কুমিল্লা জেলা কমিটির সহ সভাপতি শামসুজ্জোহা মৃদুল, যুগ্ম সম্পাদক মাহির বিন আইয়ুব, তানিম তাবাসসুম নিধি, সহ সাংগঠনিক সম্পাদক বশির আহম্মেদ, দপ্তর সম্পাদক মো.সাকিব হেসেন, প্রচার সম্পাদক নেয়ামত উল্লাহ, ক্রীড়াও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অতনু ধর, পরিবেশও সমাজকল্যান সম্পাদক পূজা রানী দাস, মুক্তিযুদ্ধও গবেষণা সম্পাদক আলা উদ্দিন, বন্ধুসভার সদস্য প্রমিত রায়, ফারুকসহ বন্ধুসভার সদস্যরা।
Last Updated on March 22, 2025 10:36 pm by প্রতি সময়