কুমিল্লা পৌরসভার প্রয়াত চেয়ারম্যান কামাল উদ্দিন চৌধুরীর ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কর্মসূচি গ্রহণ করেছে কামাল চৌধুরী স্মৃতি সংসদ। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) কামাল উদ্দিন চৌধুরীর ২১তম মৃত্যুবার্ষিকী পালন করবে সংগঠনটি।
কামাল চৌধুরী স্মৃতি সংসদের সভাপতি রাসেল চৌধুরী ও সাধারণ সম্পাদক সাংবাদিক ওমর ফারুকী তাপস প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, প্রয়াত পৌর চেয়ারম্যান কামাল উদ্দিন চৌধুরী স্মরণে গৃহিত কর্মসূচির মধ্যে আগামীকাল মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকালে মরহুম কামাল চৌধুরীর উত্তর চর্থা এলাকার বাসভবনে কোরআনখানি, বিকেল সাড়ে ৩টায় টমসমব্রীজ কবরস্থানে মরহুমের কবর জিয়ারত, দোয়া ও পুষ্পার্ঘ অর্পনের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন এবং বাদ আছর চর্থা সৈয়দবাড়ি জামে মসজিদে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
প্রয়াত পৌর চেয়ারম্যান কামাল উদ্দিন চৌধুরী স্মরণে আয়োজিত কর্মসূচিতে সকলকে উপস্থিত থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করার জন্য অনুরোধ জানিয়েছেন কামাল চৌধুরী স্মৃতি সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদক।
উল্লেখ্য, কুমিল্লা পৌরসভার দ্বিতীয়বার নির্বাচনে জয়লাভের পর কামাল উদ্দিন চৌধুরী ২০০৩ সালের ১৩ ফেব্রুয়ারি চেয়ারম্যানের দায়িত্বে থাকাকালীন সময়ে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।
Last Updated on February 12, 2024 8:35 pm by প্রতি সময়