ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় প্রেসক্লাব বিজয়নগর এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ এপ্রিল) বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রেসক্লাবের সভাপতি মৃণাল চৌধুরী লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিয়াদুল হক বাবু’র সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কুয়েত বিজনেস কাউন্সিলের সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি মুকাই আলী লুৎফর রহমান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নাছিমা মুকাই আলী, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দ মাহবুবুল হক, ওসি তদন্ত হাসান জামিল খান, উপজেলা কৃষি অফিসার মো: সাব্বির আহমেদ, মৎস্য অফিসার ফাহিমুল আরেফিন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দেশ রূপান্তর প্রতিনিধি এস এম জহিরুল আলম চৌধুরী (টিপু)।
বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান চৌধুরী, ইউপি চেয়ারম্যান জিয়াউল হক বকুল, প্রেসক্লাবের সহ সভাপতি সারোয়ার হাজারী পলাশ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুব হোসাইন প্রমুখ।এছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন
পরে বিশেষ দোয়া পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা মিছবা উদ্দিন।
Last Updated on April 2, 2024 11:57 pm by প্রতি সময়