শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১০:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ভিক্টোরিয়া কলেজ রোভার স্কাউটের ৫০ বছর উদযাপন ছাত্র জনতার বিপ্লবে খুনি শেখ হাসিনার চ্যাপ্টার ক্লোজ : হাবীব উন নবী সোহেল কুমিল্লায় গার্লস স্কুলের ভর্তির লটারিতে বয়েজ! মুরাদনগরে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা জামায়াতে ইসলামী ও নেজামে ইসলাম পার্টি ইসলামী সমাজ প্রতিষ্ঠার কাজে সামনে এগিয়ে যাচ্ছে : ডা. শফিকুর রহমান তাবলিগের দুই পক্ষের সংঘর্ষ : মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম চরমোনাইয়ের উদ্বেগ প্রকাশ লাখো পর্যটকে মুখরিত কক্সবাজার সমুদ্র সৈকত কুমিল্লার মুরাদনগরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে জোরপূর্বক তুলে নেওয়ার অভিযোগ কুমিল্লায় বিজয় দিবসের র‍্যালিতে মানুষের ঢল ফ্যাসিবাদীদের জুলুম নির্যাতনে মানুষ বিজয়ের স্বাদ ভুলে গিয়েছিল : বিএনপি নেতা হাজী ইয়াছিন  চৌদ্দগ্রামে গাছের সঙ্গে ধাক্কায় যাত্রীবাহী বাসের তিনজন নিহত কুমিল্লা আইডিয়াল কলেজের বার্ষিক ক্রীড়ার পুরষ্কার বিতরণ ব্রাহ্মণপাড়ায় বিদ্যুৎপিষ্টে শিশুর মৃত্যু কুমিল্লার মাঠে আবাহনীকে হারালো মোহামেডান ব্রাহ্মণপাড়ায় ১২ লাখ টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ দেশবাসী এখন প্রতিটি সেক্টরে আমুল পরিবর্তন চায় : কেন্দ্রীয় সমন্বয়ক তারিকুল কুমিল্লা আইডিয়াল কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহের উদ্বোধন সাংবাদিকদের ঐক্যের পথে ফ্যাসিবাদিরা বাধা হয়ে দাঁড়াত : সাংবাদিক কল্যাণ পরিষদের অনুষ্ঠানে বক্তারা ব্রাহ্মণপাড়ায় ফসলি জমির বুকে ভেকু স্কাউটিং একটি সম্পূরক শিক্ষা ব্যবস্থা : রোভার সহচর দীক্ষা অনুষ্ঠানে বক্তারা

ফ্যাসিবাদীদের জুলুম নির্যাতনে মানুষ বিজয়ের স্বাদ ভুলে গিয়েছিল : বিএনপি নেতা হাজী ইয়াছিন 

সাদিক মামুন
  • আপডেট টাইম সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৪ দেখা হয়েছে
বিএনপি কেন্দ্রিয় কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার প্রত্যাশা নিয়ে মুক্তিযুদ্ধে যে বিজয় অর্জিত হয়েছিল তা গত ১৬ বছর ফ্যাসিবাদিরা কুক্ষিগত করে রেখেছিল। ফ্যাসিবাদীদের জুলুম নির্যাতনে এদেশের মানুষ স্বাধীনতা ও বিজয়ের স্বাদ ভুলে গিয়েছিল। জুলাই-আগস্ট বিপ্লবে ফ্যাসিবাদের পতনের মধ্যদিয়ে এই দেশে যে নবগিন্তের সূচনা হয়েছে এরি পথ ধরে এবারে দেশের আপামর জনগণ সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে মহান বিজয় দিবস উদযাপন করছে।
সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৯ টায় কুমিল্লা নগরীর টাউন হল মাঠে কেন্দ্রীয় শহীদ মিনারে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে একাত্তরের বীর শহীদদের শ্রদ্ধা জানাতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
বিএনপির এ নেতা আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গঠন ও দেশের সেবায় নিজেকে আত্মনিয়োগ করেছিলেন। ১৯৭১ সালে জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা এদেশের মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী জনগণকে প্রেরণা যুগিয়েছিল। জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণায় সেদিন সমগ্র জাতি হানাদার শক্তির বিরুদ্ধে মরণপন সংগ্রামে ঝাপিয়ে পড়েছিল। আজকে আমাদেরকে জাতীয়তাবাদী মুলমন্ত্রের প্রতি অবিচল আস্থা রেখে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। এদেশ আমাদের সকলের। তাই দেশের স্বাধীনতা, স্বার্বভৌমত্ব রক্ষায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
এ সময় কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র সদস্য সচিব জসীম উদ্দীন, কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুলবারি আবু, সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু, বিএনপি নেতা আমিরুজ্জামান আমির, আতাউর রহমান ছুটি, সাজ্জাদুল কবীর, রোমান হাসান প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি, ফ্রি মেডিকেল ক্যাম্প, মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামান্যচিত্র প্রদর্শনী, বিশেষ দোয়া, খাবার বিতরন, র‌্যালীসহ নানা আয়োজনে কুমিল্লায় বিজয় দিবস উদযাপিত হয়েছে।
সকাল ছয়টায় টাউন হল মাঠ প্রাঙ্গনে ৩১ তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবস অনুষ্ঠানের সূচনা ঘটে। এরপর সকাল সাড়ে ছটায় শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক আমিরুল কায়ছার, পুলিশ সুপার নাজির আহমেদ খান সহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং বিভিন্ন দপ্তরের প্রধান।
পরে মুক্তিযোদ্ধা কমান্ডসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক- সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি, বেসরকারি নানা দপ্তরের পক্ষ থেকে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয় ।
দিবসটি উপলক্ষে টাউন হল মাঠে কুমিল্লা মহানগর জামায়াতের আয়োজনে ও ন্যাশনাল ডক্টর ফোরামের সার্বিক ব্যবস্থাপনায় ফ্রি মেডিকেল ক্যাম্পে দুপুর পর্যন্ত রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হয়। ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন মহানগর জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ। এসময় নায়েবে আমীর মোহাম্মদ মোছলেহ উদ্দিন, সেক্রেটারী মু.মাহবুবর রহমান, সহকারী সেক্রেটারী কামারুজ্জামান সোহেল, কাউন্সিলর মোশারফ হোসাইন, ন্যাশনাল ডক্টর ফোরাম (এনডিএফ) কুমিল্লার সভাপতি ডা. জহির উদ্দিন মোহাম্মদ বাবারসহ অন্যরা উপস্থিত ছিলেন।

Last Updated on December 16, 2024 6:06 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102