কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি বলেছেন, বঙ্গবন্ধু এবং বাংলাদেশ এক ও অভিন্ন সত্তা।বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ হতো না। বঙ্গবন্ধু সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন। আজ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করছেন। তিনি ডিজিটাল বাংলাদেশ থেকে ২০৪১ সাথে সমৃদ্ধ বাংলাদেশ তথা স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছেন। শেখ হাসিনার নেতৃত্বে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
এমপি বাহার বলেন, আজকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস। বঙ্গবন্ধু শিশুদের অনেক বেশি ভালবাস। আজকের শিশুদের মাঝে আগামী দিনে আমরা বঙ্গবন্ধুর চেতনা ও আদর্শ দেখতে চাই। তাই তাদেরকে সেই আদর্শ ও চেতনার মধ্য দিয়ে গড়ে তুলতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে সুখী, সমৃদ্ধ, উন্নত ও অসাম্প্রদায়িক চেতনার স্মার্ট বাংলাদেশ গড়তে তরুণ সমাজসহ আগামী প্রজন্মকে দায়িত্বশীল হতে হবে।
শুক্রবার (১৭ মার্চ) সকালে কুমিল্লা শিক্ষাবোর্ড সরকারি মডেল কলেজ ক্যাম্পাসে নবনির্মিত বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কুমিল্লা শিক্ষাবোর্ড সরকারি মডেল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবুল হোসেনের সভাপত্বিতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কুমিল্লা ৬ আসনের সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী ইকবাল হোসেন, ট্রাফিক ইন্সপেক্টর জিয়াউল চৌধুরী টিপু, কুমিল্লা শিক্ষাবোর্ড সরকারি মডেল কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক আবু নাঈম আল মামুন, ম্যুরাল নির্মাণ কমিটির আহ্বায়ক কাজী মোহাম্মদ ফারুক, ২১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি কবির হোসেন ভূইঁয়া, ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাসান খান, কুমিল্লা মহানগর যুবলীগ নেতা নাজমুল হাসান শাওনসহ প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা।
সম্পাদকঃ শাহজাহান চৌধুরী
প্রধান সম্পাদক ও প্রকাশকঃ সাদিক হোসেন মামুন
কপি রাইটসঃ প্রতিসময় ডটকম