কুমিল্লার বরুড়ায় নারী অধিকার ফোরামের উদ্যোগে অসহায় নারীদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে বাগমারা মিয়াজী বাড়িতে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। বরুড়ার বিভিন্ন এলাকা থেকে আগত শীতার্ত নারীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
বরুড়া নারী অধিকার ফোরামের সভাপতি শাকিলা জামানের সভাপতিত্বে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝলম উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী অধ্যাপক সাংবাদিক মোহাম্মদ মাসুদ মজুমদার, ডক্টরস কমিউনিটি হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ও ওরাই আপনজন সংগঠনের সভাপতি সাংবাদিক মোঃ ইলিয়াছ আহমদ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও কুমিল্লা জজ কোটের আইনজীবী এডভোকেট জয়নাল আবেদীন মাযহারী, বরুড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আজহার সুমন।
এসময় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বরুড়া পৌরসভার সংরক্ষিত কাউন্সিলর মিনুয়ারা বেগম, বরুড়া নারী অধিকার ফোরামের সাধারণ সম্পাদক পারভিন আক্তার, সাংগঠনিক সম্পাদক মীর মরিয়ম বেগম, মোরশেদা চৌধুরী এ্যানি, আবুল কালাম আজাদ মিয়াজী, রক্তঋণ সামাজিক সংগঠনের সভাপতি সাংবাদিক মোঃ শরীফ উদ্দিন, নারী উদ্যোক্তা শাহিনুর আক্তার রিমা, টুম্পা সাহা।
সম্পাদকঃ শাহজাহান চৌধুরী
প্রধান সম্পাদক ও প্রকাশকঃ সাদিক হোসেন মামুন
কপি রাইটসঃ প্রতিসময় ডটকম