কুমিল্লার বরুড়ায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুল হাসান সোহেলের পদোন্নতিজনিত বিদায় সংবর্ধনা ও একই কর্ম স্থলে যোগদানকৃত নবাগত কর্মকর্তা ডা. মহিবুস সালাম খানের বরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বিদায়ী কর্মকর্তা ডা. কামরুল হাসান সোহেল স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন।
শনিবার ২৫ মে দুপুর দুইটায় বরুড়া রেড উইং রেষ্টুরেন্টের হল রুমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউ এন ও) নু-এমং মারমা মং।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার বিদায়ী কর্মকর্তা ও সদ্য পদোন্নতিপ্রাপ্ত স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডাঃ কামরুল হাসান সোহেলের সহধর্মীনি ডা. তাহিয়া শারমিন স্বর্না, সদ্য অবসরপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম, ঝলম উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী অধ্যাপক ও দৈনিক যায়যায়দিন প্রতিনিধি মোহাম্মদ মাসুদ মজুমদার।
বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ভাস্কর কিশোর মহালনবিশ ও মেডিকেল অফিসার ডা. নুরেন তাসকিন তুলির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরুড়া পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মো. জালাল উদ্দীন, জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডা. শরিফুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মো. তরিকুল ইসলাম, বরুড়া ডকটরস কমিউনিটি হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক মো. ইলিয়াছ আহমদ, বরুড়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত হোসেন।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. এসএম রাইসুল হাসান, ডা. এনামুল হক সাকিব, ডাক্তার খাদিজাতুল কোবরা, ডা. তানজিম মজুমদার, ডাক্তার লোপা ঘোষ, ডা. নির্ঝর ভোমিক, ডা. তাইফুর রহমান সহ বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীগণ।
Last Updated on May 25, 2024 10:18 pm by প্রতি সময়