বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রতিবছরের ধারাবাহিকতায় কুমিল্লা সাংস্কৃতিক জোটের বর্ষবরণ অনুষ্ঠান ‘বৈশাখ অবগাহন -১৪৩১’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ বৈশাখ, ৪ মে) বিকেল সাড়ে ৪টায় কুমিল্লা টাউন হল মিলনায়তনের প্রবেশদ্বারে ‘বৈশাখ অবগাহন-১৪৩১’ মঞ্চে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন কুমিল্লা পুলিশ সুপার আব্দুল মান্নান। এ সময় সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দ সহ অনুষ্ঠানে অংশগ্রহণকারী সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনীপর্বে বাঁশি, ঢাক বাজনায় মুখুর হয়ে ওঠে টাউনহল প্রাঙ্গণ। অনুষ্ঠানে আগত অতিথি ও দর্শনার্থীদের মিষ্টান্নও কাঁচা আমের শরবতে আপ্যায়ন করা হয়।
এরপর কুমিল্লা টাউন হল মঞ্চে কুমিল্লা সাংস্কৃতিক জোটের বর্ষবরণ অনুষ্ঠান ‘বৈশাখ অবগাহন-১৪৩১’ এর মূল অনুষ্ঠান সাংস্কৃতিক পরিবেশনা শুরু হয়।
পুথি পাঠ, নাচ, গান, আবৃত্তি, বাউল গান, বৃক্ষের চারা ও খই-মুড়ি-মিষ্টান্নের মাটির হাড়ি বিতরণ, আপনজন সন্মাননা, নাটক পরিবেশন দিয়ে সাজানো মূল অনুষ্ঠানে জোটবদ্ধ ২৫টি সংগঠন অংশগ্রহণ করে।
অনুষ্ঠানের মূলমঞ্চে উপস্থিত হয়ে শুভেচ্ছা জানান, কুমিল্লার পুলিশ সুপার আবদুল মান্নান বিপিএম বার, জেলার প্রধান আইন কর্মকর্তা এডভোকেট জহিরুল ইসলাম সেলিম, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর জামাল নাছের, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট আব্দুল মমিন ফেরদৌস, নাট্যগুরু শাহজাহান চৌধুরী, বিজিডিসিএল’র ডিজিএম (জনসংযোগ) বেলায়েত হোসেন কনক, বাংলাদেশ জুয়েলার্স, এসোসিয়েশন কুমিল্লা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ জামান।
অনুষ্ঠানে ‘বৈশাখ অবগাহন-১৪৩১’ উদযাপন পর্ষদের আহবায়ক জমির উদ্দিন খান জম্পি ও কুমিল্লা সাংস্কৃতিক জোটের সাবেক সাধারণ সম্পাদক বিল্লাল হোসেনকে আয়োজক সংগঠনের পক্ষ থেকে সম্মাননা স্মারক দেওয়া হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ‘বৈশাখ অবগাহন-১৪৩১’ উদযাপন পর্ষদের সমন্বয়ক এডভোকেট শহিদুল হক স্বপন। উদযাপন পরিষদের সদস্য সচিব সাদিক মামুন ও কুমিল্লা সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শাহাদাত সরকারের সঞ্চালনায় ধন্যবাদ জ্ঞাপন করেন জোটের সভাপতি অধ্যক্ষ শামীম হায়দার।
অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুরাগীরা রাত সাড়ে দশটা পর্যন্ত কুমিল্লা সাংস্কৃতিক জোটের বর্ষবরণ অনুষ্ঠান ‘বৈশাখ অবগাহন -১৪৩১’ উপভোগ করেন।
কুমিল্লা সাংস্কৃতিক জোটের ‘বৈশাখ অবগাহন -১৪৩১’ অনুষ্ঠানের আয়োজন সহযোগী ছিলেন আইডিকল ঢাকা এবং নূর জুয়েলার্স বিডি, কুমিল্লা।
Last Updated on May 7, 2024 6:08 pm by প্রতি সময়