বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ( বাউবি) কুমিল্লা আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক টি এম আহমেদ হুসেইন বলেছেন, যার যার অবস্থানে থেকে আমাদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। বঙ্গবন্ধুর আদর্শ তাঁদের শেখাতে হবে।নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে ভবিষ্যৎ গড়ার জন্য আমাদেরকে কাজ করে যেতে হবে। বঙ্গবন্ধুর চেতনায় শিশুদের গড়ে তুলতে হবে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন কর্মসূচিতে তিনি এ কথা বলেন।
শুক্রবার বাউবি কুমিল্লা আঞ্চলিক কেন্দ্রের ক্যাম্পাসে দিবসটি যথাযোগ্য মর্যাদা পালন করা হয়। এদিন সকালে পায়রা উড়িয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর কর্মসূচির উদ্বোধন করেন আঞ্চলিক পরিচালক টি এম আহমেদ হুসেইন।
পরে আঞ্চলিক পরিচালকের নেতৃত্বে আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তা ও কর্মচারীদের সমন্বয়ে বঙ্গবন্ধুর জীবন-কর্ম ও শিশুদের প্রতি তাঁর অগাধ ভালোবাসার ওপর সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
Last Updated on March 17, 2023 3:27 pm by প্রতি সময়