বুধবার, ০৯ জুলাই ২০২৫, ১০:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কুমিল্লা শিক্ষা বোর্ডের এইচএসসির বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত বাড়ছে গোমতী নদীর পানি, বন্যার আশঙ্কা মুরাদনগরে মা ও ছেলে-মেয়ে হত্যা মামলায় আট আসামির রিমান্ড মঞ্জুর মুরাদনগরের ধর্ষণকাণ্ড : ৫ দিনের রিমান্ডে শাহপরান অবশেষে ধর্ষণের শিকার সেই নারীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন মুরাদনগরের ধর্ষণকাণ্ড : রিমান্ড শেষে কারাগারে পর্নোগ্রাফি আইনের মামলার চার আসামি মুরাদনগরের কড়ইবাড়ি গ্রামের চাঞ্চল্যকর হত্যা মামলা ডিবিতে জলাবদ্ধতা পিছু ছাড়ছে না লক্ষণপুর ইসলামিয়া ফাযিল মাদরাসার কুমিল্লায় নিত্যপণ্যের দাম হুহু করে বাড়ছে, অস্বস্তিতে সাধারণ মানুষ ঘুরেনা কুমিল্লা রেলস্টেশনের যাত্রী ছাউনির বৈদ্যুতিক পাখা  কুমিল্লার দাউদকান্দিতে ডেঙ্গুতে মৃতের সংখ্যা সাতে দাঁড়িয়েছে প্রথমে রাজি, আড়াই ঘন্টা পর বাচ্চু মেম্বারের ‘না’ মুরাদনগরের ট্রিপল মার্ডার: ইউপি মেম্বার বাচ্চু জবানবন্দি দেননি, চেয়ারম্যান চারদিনেও অধরা মুরাদনগরে ভেজাল শিশুখাদ্য তৈরির দায়ে লাখ টাকা জরিমানা, কারখানা মালিককে সাত দিনের কারাদন্ড মুরাদনগরের আলোচিত হত্যাকাণ্ড : ৩৮ জনের নামে মামলা, ২জন গ্রেফতার আমরা যেনতেন নির্বাচন চাই না : কুমিল্লার পথসভায় জামায়াতে ইসলামীর আমির মুরাদনগরের হত্যাকাণ্ড : মামলা না হলেও গ্রেফতার আতঙ্কে পুরুষশূন্য গ্রাম কুমিল্লার মুরাদনগরের ধর্ষণকাণ্ড : ফেসবুকে ভিডিও ছড়ানোর মাস্টারমাইন্ড শাহপরান গ্রেফতার বরুড়ায় দিঘীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু মুরাদনগরে পর্নোগ্রাফি আইনের মামলায় চার আসামির রিমান্ড মঞ্জুর, শাহপরাণকে খুঁজছে পুলিশ

বিএনপি নেতা মোবাশ্বেরের গাড়িতে হামলা-ভাংচুর

প্রতিসময় রিপোর্ট
  • আপডেট টাইম বুধবার, ১১ জুন, ২০২৫
  • ২৭ দেখা হয়েছে

সামাজিক অনুষ্ঠানে যোগদান ও নেতাকর্মীদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় শেষে নাঙ্গলকোটে নিজ নির্বাচনী এলাকায় ফেরার পথে স্থানীয় মসজিদে নামাজ পড়ার সময়ে কুমিল্লার লালমাই উপজেলার ভুশ্চি বাজারে বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার গাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এ সময় একটি খাবার হোটেলেও ভাংচুর চালায় দুর্বৃত্তরা।

এ ঘটনায় লালমাই উপজেলার ভুলইন দক্ষিণ ইউনিয়ন যুবদল নেতা মো. জহিরুল ইসলাম বাদী হয়ে আট জনের নাম উল্লেখসহ ১০/১২ জনকে অজ্ঞাত আসামি করে লালমাই থানায় মামলা করা হয়েছে।

মামলার আসামিরা হলেন – কুমিল্লার লালমাই উপজেলার পরতী গ্রামের মৃত মন্তাজ উদ্দিনের ছেলে মো. ফরহাদ উদ্দিন, জামুয়া গ্রামের আবুল কালামের ছেলে জাকির হোসেন, মাওলানা আব্দুল লতিফের ছেলে কাজী জাফর আহম্মদ রাজন, মৃত আলী আশ্রাফ মিয়ার ছেলে কামাল হোসেন, আমুয়া গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে আবু হানিফ, আব্দুল বারিকের ছেলে জুবায়ের, সুলতান আহম্মদের ছেলে জয়নাল কাজী, রহমতপুর চেঙ্গাহাটা গ্রামের ইসমাইল মিয়ার ছেলে আবুল হাশেম সহ অজ্ঞাতনামা ১০/১২ জন।

বুধবার (১২ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করে লালমাই থানার অফিসার ইনচার্জ শাহ আলম বলেন, আজ সকালে হামলা-ভাংচুরের ঘটনায় মামলা হয়েছে। আসামি গ্রেফতারের প্রক্রিয়া চলছে।

এর আগে একটি সামাজিক অনুষ্ঠানে যোগদান ও বাগমারা উত্তর-দক্ষিণ, পেরুল উত্তর-দক্ষিণ ইউনিয়ন বিএনপির নেতা কর্মীদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় শেষে মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে লালমাইয়ের ভুশ্চি বাজার হয়ে নাঙ্গলকোটের উদ্দেশ্যে রওনা দেন বিএনপি নেতা মোবাশ্বের আলম ভূঁইয়া। ভুশ্চি বাজার পৌঁছেই স্থানীয় করিম মজুমদার মার্কেট সংলগ্ন স্থানে তার গাড়িটি রেখে নামাজ পড়তে যান। এ সুযোগে দুর্বৃত্তরা তার গাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে। এর আগে দুর্বৃত্তরা মেজবান রেস্টুরেন্ট নামের একটি প্রতিষ্ঠানও ভাংচুর করে।

এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া বলেন, ‘মঙ্গলবার বাগমারা ও পেরুল ইউনিয়নে আমি একটি সামাজিক অনুষ্ঠান শেষ করে ও স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করে আসার পথিমধ্যে (ভুশ্চি বাজারে) আমার কিছু শুভাকাঙ্খিদের সাথে দেখা করে মসজিদে মাগরিবের নামাজ আদায় করতে যাই, নামাজ শেষ করে এসে দেখি স্থানীয় একটি হোটেল এবং আমার গাড়িটি ভাংচুর অবস্থায় পড়ে আছে। আমার ওপর হামলা হতে পারে এমন আশঙ্কায় স্থানীয় নেতাকর্মীরা আমাকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে আসে।’

ঘটনার প্রত্যক্ষদর্শী ছাত্রদল কেন্দ্রিয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম লোকমান বলেন, ‘আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম, মোবাশ্বের আলম ভূঁইয়া নামাজ পড়তে মসজিদে যান। এ সময়  ফরহাদের নেতৃত্বে স্থানীয় কিছু সন্ত্রাসী এসে প্রথমে মেজবান রেস্টুরেন্ট ভাংচুর করে, পরে ভুশ্চি বাজার তদন্ত কেন্দ্রের সামনে রাখা মোবাশ্বের আলম ভূঁইয়ার গাড়িতে হামলা চালিয়ে  ভাংচুর করে এবং গাড়িতে থাকা কিছু নগদ টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নেয়।’

Last Updated on June 11, 2025 7:22 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102
error: Content is protected !!