বুধবার, ০৯ জুলাই ২০২৫, ১০:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বাড়ছে গোমতী নদীর পানি, বন্যার আশঙ্কা মুরাদনগরে মা ও ছেলে-মেয়ে হত্যা মামলায় আট আসামির রিমান্ড মঞ্জুর মুরাদনগরের ধর্ষণকাণ্ড : ৫ দিনের রিমান্ডে শাহপরান অবশেষে ধর্ষণের শিকার সেই নারীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন মুরাদনগরের ধর্ষণকাণ্ড : রিমান্ড শেষে কারাগারে পর্নোগ্রাফি আইনের মামলার চার আসামি মুরাদনগরের কড়ইবাড়ি গ্রামের চাঞ্চল্যকর হত্যা মামলা ডিবিতে জলাবদ্ধতা পিছু ছাড়ছে না লক্ষণপুর ইসলামিয়া ফাযিল মাদরাসার কুমিল্লায় নিত্যপণ্যের দাম হুহু করে বাড়ছে, অস্বস্তিতে সাধারণ মানুষ ঘুরেনা কুমিল্লা রেলস্টেশনের যাত্রী ছাউনির বৈদ্যুতিক পাখা  কুমিল্লার দাউদকান্দিতে ডেঙ্গুতে মৃতের সংখ্যা সাতে দাঁড়িয়েছে প্রথমে রাজি, আড়াই ঘন্টা পর বাচ্চু মেম্বারের ‘না’ মুরাদনগরের ট্রিপল মার্ডার: ইউপি মেম্বার বাচ্চু জবানবন্দি দেননি, চেয়ারম্যান চারদিনেও অধরা মুরাদনগরে ভেজাল শিশুখাদ্য তৈরির দায়ে লাখ টাকা জরিমানা, কারখানা মালিককে সাত দিনের কারাদন্ড মুরাদনগরের আলোচিত হত্যাকাণ্ড : ৩৮ জনের নামে মামলা, ২জন গ্রেফতার আমরা যেনতেন নির্বাচন চাই না : কুমিল্লার পথসভায় জামায়াতে ইসলামীর আমির মুরাদনগরের হত্যাকাণ্ড : মামলা না হলেও গ্রেফতার আতঙ্কে পুরুষশূন্য গ্রাম কুমিল্লার মুরাদনগরের ধর্ষণকাণ্ড : ফেসবুকে ভিডিও ছড়ানোর মাস্টারমাইন্ড শাহপরান গ্রেফতার বরুড়ায় দিঘীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু মুরাদনগরে পর্নোগ্রাফি আইনের মামলায় চার আসামির রিমান্ড মঞ্জুর, শাহপরাণকে খুঁজছে পুলিশ মুরাদনগরে মাদক ব্যবসার অভিযোগে একই পরিবারের তিনজনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

‘বিদেশিদের স্বার্থ রক্ষা নয়, অন্তর্বর্তী সরকারকে সবার আগে দেশের স্বার্থ দেখতে হবে’ : তারেক রহমান

প্রতিসময় অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ৩০ দেখা হয়েছে
লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দিচ্ছেন তারেক রহমান। ছবি : সংগৃহীত

মিয়ানমারের রাখাইনে মানবিক করিডোর দেওয়ার প্রসঙ্গ তুলে ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘মানবিক করিডোর দেওয়ার এখতিয়ার এই সরকারের নেই। এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই জনগণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা উচিত ছিল।’

তিনি বলেন, ‘এ ধরনের সিদ্ধান্ত আসতে হবে জনগণের কাছ থেকে’ উল্লেখ করে তিনি বলেন, ‘গণতান্ত্রিক দেশে এটাই নিয়ম। আমাদের স্পষ্ট বক্তব্য, বিদেশিদের স্বার্থ রক্ষা নয়, অন্তর্বর্তী সরকারকে সবার আগে দেশের স্বার্থ দেখতে হবে। মিয়ানমার, ভারত বা পাকিস্তান নয়, সবার আগে বাংলাদেশ।’
‘অভ্যন্তরীণ যুদ্ধে লিপ্ত মিয়ানমারের রাখাইনে মানবিক করিডোর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু এ বিষয়ে জনগণের মতামত নেয়নি বা রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলেনি। তারা এ ধরনের সিদ্ধান্ত নিতে পারেন কিনা, তা বলতে চাই না। দেশের স্বার্বভৌমত্বের সঙ্গে সম্পৃক্ত এ ধরনের স্পর্শকাতর সিদ্ধান্ত নেওয়ার আগে জনগণের মতামত নেওয়া দরকার ছিল।’

বৃহস্পতিবার (১ মে) বিকাল সাড়ে ৪টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। লন্ডন থেকে সমাবেশে ভার্চুয়ালি সংযুক্ত হন তিনি।

সমাবেশ দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হলেও এটি নয়াপল্টন থেকে কাকরাইল, নাইটিঙ্গেল মোড় ও ফকিরাপুলসহ আশপাশের সড়ক লোকে লোকারণ্য হয়ে যায়।

শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর জচন্দ্র রায়, শ্রমিক দলের প্রধান উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও শ্রমিক দলের  প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস।

তারেক রহমান অভিযোগ করেন, অন্তর্বর্তীকালীন সরকারের একটি অংশ সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করিয়ে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ উসকে দিতে চায়। তিনি বলেন, ‘গণতন্ত্রকামী মানুষের মধ্যে এ ধরনের বিশ্বাস জন্ম নিতে শুরু করেছে।’ তিনি প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচনের দিকে ধাবিত হেওয়ার আহ্বান জানান।

 

তারেক রহমান বলেন, ‘গণতন্ত্রকামী জনগণ মনে করে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অনির্দিষ্টকালের জন্য সমসর্থন অব্যাহত রাখা যৌক্তিক নয়। পলাতক স্বৈরাচার যেন আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, এ জন্য জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি। ফ্যাসিস্ট বা স্বৈরাচার হওয়ার মন্ত্র দেশের আইন বা সংবিধানে লেখা থাকে না। বরং সংবিধান বা আইন না মানার কারণে ফ্যাসিবাদের জন্ম হয়। একজন ব্যক্তি বা গোষ্ঠী যখন সবদিক থেকে নিজেকে অননিবার্য মনে করে, তখন থেকেই ফ্যাসিবাদের যাত্রা শুরু হয়।’

তারেক রহমান বলেন ‘এ কারণেই বলতে চাই, কোনও ব্যক্তি অথবা গোষ্ঠীর মধ্যে বিনাভোটে ক্ষমতায় থাকার আকাঙ্ক্ষা যেন ব্যক্তি বা সরকারকে প্রলুব্ধ করতে না পারে; সে জন্য জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি, নির্বাচিত জাতীয় সংসদ এবং জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করা প্রয়োজন। নিয়মিত গণতন্ত্র চর্চার মধ্য দিয়েই দেশে গণমানুষের অধিকার সুরক্ষিত হয়।’

 

তারেক রহমান বক্তব্যে উল্লেখ করেন, জনগণের সরাসরি ভোটের মধ্যেই দেশে নতুন সরকার হয় ও সরকারের পরিবর্তন ঘটে, এটিই গণতান্ত্রিক রীতি। ‘তবে রাষ্ট্র স্বৈরাচারের কবলে পড়লে গণবিপ্লব বা গণঅধিকার আন্দোলনের মাধ্যমেও ফ্যাসিবাদের পরিবর্তন হয়। বিশেষ পরিস্থিতির সরকার অবৈধ নয়, তবে তারা কখনও জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকারের বিকল্প নয়।’

Last Updated on May 1, 2025 9:26 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102
error: Content is protected !!