পাঁচ বছর আগে মহামারি করোনা পাল্টে দিয়েছিল বাংলাদেশ সহ বিশ্বের স্বাভাবিক জীবন যাত্রা। করোনা সমস্যা ও সংকটের মুখোমুখি পড়ে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। কোভিড-১৯ এর সেই কঠিন সময়ে মানবতার কল্যাণে বিবেকের তাড়নায় করোনার কারণে পরিস্থিতির শিকার কুমিল্লাবাসীর পাশে দাঁড়িয়েছিল ওই সময়ের কুমিল্লা মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ও বর্তমান নগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু ও তার সহকর্মীদের সমন্বয়ে গড়া স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিবেক’। সেই সময়ে জীবন বাজি রেখে বিবেক টিম করোনা সংক্রমিত হয়ে মৃতদের জানাযা, দাফন করেছেন। আক্রান্তদের এম্বুলেন্স ও অক্সিজেন সেবা দিয়ে এগিয়ে এসেছেন। লকডাউনে ঘরবন্দি মানুষের জন্য পাঠিয়েছেন খাবার। আগামী দিনেও মানবতার কল্যাণে মানুষের পাশে থাকার অঙ্গিকার উঠে এসেছে স্বেচ্ছাসেবী সংগঠন বিবেক আয়োজিত ইফতার মাহফিলের শুভেচ্ছা বক্তব্যে।
বুধবার (২৬ মার্চ) বিকেলে কুমিল্লা নগরীর ঢুলিপাড়ায় ভার্চুয়াল ফান ডাউন অডিটোরিয়ামে শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজ, রাজনীতিবিদ চিকিৎসক ও সমাজকর্মীদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক এমপি হাজী আমিন উর রশিদ ইয়াছিন, কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবুল হাসনাত বাবুল, ক্রীড়া সংগঠক বদরুল হুদা জেনু ও দৈনিক কুমিল্লার কাগজ সম্পাদক আবুল কাশেম হৃদয়।
বক্তারা বলেন, করোনার সময়ে মানবতার ফেরিওয়ালা টিপুর নেতৃত্বে বিবেকের কার্যক্রমের প্রশংসা দেশময় ছড়িয়ে পড়েছিল। এখনো বিবেক টিম অসহায়, এতিম, দুস্থ মানুষের পাশে থেকে তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে।
কুমিল্লা মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক আসিফ বিল্লাহর সঞ্চালনায় ইফতার মাহফিলে আয়োজক সংগঠন বিবেকের চেয়ারম্যান ও কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু তাঁর বক্তব্যে করোনা মহামারির কঠিন সময়ে তাদের চ্যালেঞ্জিং কার্যক্রমের স্মৃতিচারণ করে আগামী দিনেও মানবতার কল্যাণে মানুষের পাশে থাকার অঙ্গিকার করেন।
ইফতার মাহফিলে মুনাজাত পরিচালনা করেন মুফতি মাওলানা নাঈমুল ইসলাম। মুনাজাতে তিনি একাত্তরের মুক্তিযুদ্ধে ও চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন। মানবতার কল্যাণে কাজ করা মানুষগুলোর জন্য আল্লাহর দরবারে হেফাজত কামনা করেন। মুসলিম উম্মাহর অগ্রগতি ও বিশ্বের সকল মুসলিম রাষ্ট্রকে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর জন্য আল্লাহর সাহায্য কামনা করা হয়।
# সাদিক মামুন/ ২৬ মার্চ ২০২৫
Last Updated on March 26, 2025 11:35 pm by প্রতি সময়