কুমিল্লার বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়ির এস আই কাজী হাসান উদ্দিন সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কংশনগর বাজার এলাকায় একটি চায়ের দোকানের সামনে থেকে সোমবার রাতে অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ আব্দুল আলিম নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ জাবেদুল ইসলাম জানান, বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়ির এস আই রাজীব হাসান উদ্দিন সঙ্গীয় ফোর্স সহ গত সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের কংশনগর বাজার এলাকায় অভিযান চালায়।
কংশনগর বাজার এলাকার শাহ আলমের দোকানের সামনে এক মাদক ব্যবসায়ী মাদক নিয়ে অবস্থান করার সময় পুলিশ তার দেহ তল্লাশি চালিয়ে একশ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
আটককৃত মাদক ব্যবসায়ী হল ভারেল্লা উত্তর ইউনিয়নের পারুয়ারা মধ্য পাড়া গ্রামের মৃত সিরাজুল ইসলাম মাষ্টারের ছেলে আব্দুল আলিম (৩৫)।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বুড়িচং থানায় একটি মাদক আইনে মামলা দায়ের করে।
মঙ্গলবার সকালে বুড়িচং থানা পুলিশ আটক মাদক ব্যবসায়ীকে কুমিল্লা কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।
Last Updated on March 21, 2023 9:41 pm by প্রতি সময়