নিউজপোর্টাল ‘প্রতিসময়’এর শিক্ষা-শিল্প-সাহিত্য বিভাগে আপনিও যুক্ত হতে পারেন সৃজনশীল লেখা নিয়ে। এ বিভাগের আজকের বৈশাখী আয়োজনে ‘অনন্ত দহন’ শিরোনামে কবিতা নিয়ে যুক্ত হয়েছেন কুমিল্লার স্বনামধন্য চিকিৎসক হার্ট কেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং ময়নামতি মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা.তৃপ্তীশ চন্দ্র ঘোষ।
অনন্ত দহনে জ্বলেপুড়ে ছাড়খাড় বুকের ভিতর।
এ কেমন আগুনের তেজ বয়ে যায়
পা থেকে মাথা, প্রতিটি শিরা-উপশিরা,
হৃদয়ের গভীর নিলয়। সবকিছু জ্বলে যায়।
বেঁচে থাকা কতটা কঠিন কাজ!
এ যেমন মাথার উপরে যুদ্ধ বিমান
বোমার নিশানা বানাতে উদগ্রীব,
আর নীচে জলে ডোবা পাটক্ষেতে
নাক উঁচিয়ে ডুবে থাকা।
মাঝে মাঝে ‘আত্মহত্যা মহাপাপ’ জেনেও
আত্মহননের পক্ষে অজস্র যুক্তি
এসে ভীড় করে মনের ভিতর।
প্রতি নিঃশ্বাসে অজুত কষ্টকনা
ফুসফুসে টেনে নেয়া এই বুকের উপর
ব্যর্থতার বিশাল পাথর চেপে থাকে।
যদিও বা বলা হয়
দোষে-গুনে মিলেই মানুষ।
জীবন চলার পথে দু-একটি সিদ্ধান্ত
যদি ফলের বিচারে ভুল বলে মনে হয়
তবে কি জীবনের যা কিছু অর্জন,
যত ভালো কিছু!
নিমেষেই
হয়ে যায় অর্থহীন ?
সম্পাদকঃ শাহজাহান চৌধুরী
প্রধান সম্পাদক ও প্রকাশকঃ সাদিক হোসেন মামুন
কপি রাইটসঃ প্রতিসময় ডটকম