শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চান্দিনায় দেশ ট্রাভেলস এক্সপ্রেসের সুপারভাইজার নিহত মাদক সেবনের বকেয়া টাকার পরিশোধ হিসেবে স্ত্রীকে বন্ধক, গণধর্ষণের শিকার চান্দিনায় বাল্য বিবাহ পড়ানোর দায়ে মৌলভীকে জরিমানা করায় তুলকালাম কান্ড! শিক্ষক বাতায়নে সেরা উদ্ভাবক নির্বাচিত হলেন হোমনার নজরুল ইসলাম শিব নারায়ণ দাস আর নেই, প্রধানমন্ত্রীর শোক -শনিবার বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে শ্রদ্ধা জানাবে সর্বস্তরের মানুষ মুরাদনগরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন উদ্বোধনের দুই ঘণ্টা পরই পর্দা নামলো প্রাণিসম্পদ প্রদর্শনীর! চিকিৎসকের পাশাপাশি রোগীর সুরক্ষা নিশ্চিত করাও আমার দায়িত্ব : স্বাস্থ্যমন্ত্রী -কুমিল্লায় ক্যান্সার হাসপাতাল নির্মাণের দাবি জানালেন এমপি বাহার কুমিল্লা সাংস্কৃতিক জোটের নববর্ষের অনুষ্ঠান ‘বৈশাখ অবগাহন’ পরিবেশিত হবে ৪ মে নাঙ্গলকোট উপজেলায় নতুন এসিল্যান্ড দাউদকান্দিতে সরকারি ন্যায্য মূল্যের ফার্মেসি বন্ধ বাংলাদেশের চিকিৎসা সেবা বিশ্বের অনেক উন্নত দেশের তুলনায় এগিয়ে আছে : স্বাস্থ্যমন্ত্রী বুড়িচংয়ে এক সপ্তাহের ব্যবধানে তিন বাড়িতে ডাকাতি! সাংবাদিক রমিজ খানের দাফন সম্পন্ন -কুমিল্লা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা মল্লিকা বিশ্বাসের কবিতা ‘দীপ্ত বৈশাখ’ মুরাদনগরের রামচন্দ্রপুর বাজারে জমে ওঠেছে বৈশাখী মাছের মেলা পহেলা বৈশাখের রাতে চান্দিনার মধ্যবাজারে অগ্নিকান্ডে ১১ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই কুমিল্লা নগরীতে বৈশাখি মাছের মেলায় ঐতিহ্যের ছোঁয়া  বর্ষবরণ উৎসব আমাদের জাতিসত্ত্বার বিকাশ ঘটায় : এমপি বাহার -পহেলা বৈশাখে অসাম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত কুমিল্লার সর্বস্তরের মানুষ বিএনপির সব ষড়যন্ত্র ব্যর্থ হওয়ার পর তারা এখন মনগড়া তথ্য দিয়ে নির্লজ্জ মিথ্যাচার করছে : ওবায়দুল কাদের

ব্রাহ্মণপাড়ায় অপুষ্টিতে ভুগছে পারিবারিক পুষ্টি বাগান!

মো. আবদুল আলীম খান, স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ১০০ দেখা হয়েছে

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পারিবারিক সবজি পুষ্টি বাগানে নামমাত্র সাইনবোর্ড আছে, নেই কোন সবজির বাগান। আর কৃষি বিভাগের কর্মকর্তাদের নেই কোন তদারকি। আর কোথাও কোথাও যেটুকু আছে এসব বাগানের দিকে দৃষ্টি দিলে মনে হবে অপুষ্টিতে ভুগছে পুষ্টি বাগা।

 

জানা যায়, মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশনায় এক ইঞ্চি জমিও যেনো অনাবাদি না থাকে সেই আলোকে প্রকল্প থেকে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উপকরণ সহায়তা দিয়ে পুষ্টি বাগানের মাধ্যমে পুষ্টি নিশ্চিত করা হচ্ছে।

 

বসতবাড়ির আঙিনায় এই পারিবারিক পুষ্টি বাগান করে সহজে পরিবারের সদস্যদের পুষ্টি পূরণ হওয়ার জন্য প্রান্তিক কৃষকদের মাঝে এসব পারিবারিক সবজি পুষ্টি বাগান প্রকল্প চালু করে সরকার।

 

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সূত্রমতে, অনাবাদি পতিত জমি ও বসত বাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের মাধ্যমে চলতি ২০২২-২৩ অর্থবছরে ব্রাহ্মণপাড়া উপজেলার আটটি ইউনিয়নে ৫২০টি প্রদর্শনী বাস্তবায়িত হয়েছে। এই প্রকল্পের আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের দেড় শতক জমিতে চাষাবাদের জন্য বিনামূল্য সার বীজ বেড়া ও অন্যান্য উপকরণ সহায়তা দেওয়া হয়েছে।

 

কিন্তু সরকার এই প্রকল্প দিয়ে প্রান্তিক কৃষকদের পুষ্টি পূরণের জন্য যে কাজ হাতে নিয়েছে তার ভিন্ন চিত্র দেখা যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায়।

 

সরেজমিনে উপজেলার আটটি ইউনিয়নে ঘুরে দেখা যায়, শুধুমাত্র পারিবারিক সবজি পুষ্টি বাগানের একটি সাইনবোর্ড আছে, নেই কোন সবজির বাগান। সাইনবোর্ড ঘিরে আগাছা হয়ে আছে। দেখলে মনে হবে পুষ্টি বাগানই অপুষ্টিতে ভুগছে।

 

কৃষি বিভাগের কোন তদারকি নেই। কৃষি সম্প্রসারণ উপ-সহকারি কর্মকর্তারা এই বিষয়ে কিছুই জানে না। পারিবারিক সবজি পুষ্টি বাগানের সাইনবোর্ডে কৃষকের নাম থাকলেও তারা আদৌ কৃষক কিনা জানে না কেউ। কেউ কেউ ব্যবসায় করে এসব বাগানের প্রদর্শনী সাজিয়ে রেখেছে।

 

নাম প্রকাশ না করার শর্তে এক ইউপি সদস্য বলেন, পারিবারিক সবজি পুষ্টি বাগানে ধান শুকানোর জন্য জায়গা করেছি। ধান শুকানোর পর নতুন করে আবার বাগান করবো।

 

এব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাহবুবুল হাসান বলেন, এখনো অনেকে বাগান তৈরী করেনি। তবে খরার কারণে অনেকে বাগান নষ্ট হয়ে গেছে। তবে এখনও যারা বাগান তৈরি করেনি আমরা বলে দিবো অচিরেই বাগান তৈরী করতে।

Last Updated on May 30, 2023 7:26 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102