কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় আতঙ্কের আরেক নাম ট্রাক্টর। গ্রামীণ জনপদের রাস্তাঘাট ও অলিগলিতে দাপিয়ে বেড়াচ্ছে এসব অবৈধ ট্রাক্টর। এসব ট্রাক্টরের বেপরোয়া চলাচলের কারণে প্রায় দুর্ঘটনা শিকার হচ্ছে পথচারীর সহ-সাধারণ মানুষ।
গত ২১ ডিসেম্বর বেপরোয়া ট্রাক্টরের চাপায় উপজেলার চান্দলা এলাকার সজীব নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়। মালামাল পরিবহনে সড়কে চলাচলের জন্য কোন অনুমতি না থাকলেও অবাধে রাস্তাঘাটে চলছে ট্রাক্টর। ব্রাহ্মণপাড়া উপজেলার গ্রামীণ সড়কে দিন রাত চলাচলে ক্ষতিগ্রস্ত হচ্ছে রাস্তাঘাট। এসব ট্রাক্টারের রাস্তায় চলাচলের নেই কোন বৈধতা এবং ড্রাইভারদের নেই কোন লাইসেন্স। অনুমোদন না থাকলেও তারা দাপিয়ে বেড়ায় সড়কে। কিন্তু কোন ব্যবস্থা নিতে পারছে না প্রশাসন।
কৃষি উপকরণ হিসেবে ট্রাক্টর ব্যবহার করার কথা থাকলেও মালিকগণ বেশি আয়ের আশায় অতিরিক্ত বডি সংযুক্ত করে ইট, বালু সিমেন্ট, পরিবহনের কাজে ভাড়ায় ব্যবসা করছে।
ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা এলাকার বাসিন্দা পলাশ বলেন, বেপরোয়া এই ট্রাক্টরের কারণে গত ২১ ডিসেম্বর আমার ছোট ভাই সজীবকে হারাতে হয়েছে।
ব্রাহ্মণপাড়া সিদলাই আমির হোসেন জোবেদা ডিগ্রী কলেজের শিক্ষক রেজাউল করিম বলেন, ট্রাক্টরের চলাচলের সময় স্কুল কলেজের ছেলে মেয়েরা প্রায় আতঙ্কিত থাকে। বেপরোয়া ট্রাক্টরের আতঙ্কে ছোট ছোট ছেলেমেয়েরা অভিভাবক ছাড়া স্কুলে যেতে চায়না।
এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন বলেন, এ ট্রাক্টর মূলত জমিতে হালচাষ করার জন্য অনুমতি আছে কিন্তু ব্রাহ্মণপাড়া হরহামেশাই দেখা যায় বিভিন্ন পরিবহনের ঝুঁকি নিয়ে চলাচল করছে। আমরস অচিরেই এ ট্রাক্টর বন্ধের ব্যাপারে প্রশাসনে সাথে আলোচনা করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।
ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ সামিউল ইসলাম বলেন, ব্রাহ্মণপাড়া যত অবৈধ যানবাহন আছে এসবের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হয় এবং ভবিষ্যতে যেন এসব যানবাহন রাস্তায় চলাচল করতে না পারে এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করবো।
Last Updated on December 25, 2024 10:57 pm by প্রতি সময়