কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদলে পরিত্যক্ত বোমা উদ্ধার করা হয়েছে৷এলাকাবাসী সুত্রে জানা যায় গত বুধবার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নে সালদানদী রেল স্টেশনের নির্মাণ শ্রমিকরা মাটি কাটার সময় কোদালে লোহা জাতীয় শক্ত কিছু লাগে। পরে মাটি সরিয়ে বোমার মতো দেখতে মনে হলে পলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে লৌহজাত দ্রব্যটি আর্টিলারি সেল (বোমা) হিসেবে নিশ্চিত হন।পুলিশ জানায় আর্টিলারি সেলটির ওজন ১০ কেজি এবং দৈর্ঘ্য সাড়ে ১১ ইঞ্চি, ব্যাস ১০ ইঞ্চি।
শনিবার (২৯ এপ্রিল) দুপুরে ব্রাহ্মণপাড়া থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল ও সঙ্গীয় ফোর্সের উপস্থিতিতে নির্মাণাধীন সালদা রেলস্টেশনের পশ্চিমে ফাঁকা জায়গায় বোমা ডিসপোজাল ইউনিটের সহায়তায় বোমাটি নিষ্ক্রিয় করা হয়।
সম্পাদকঃ শাহজাহান চৌধুরী
প্রধান সম্পাদক ও প্রকাশকঃ সাদিক হোসেন মামুন
কপি রাইটসঃ প্রতিসময় ডটকম