কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে আদিবা নামের ১৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) রাত ৮টার দিকে ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের ছাতিয়ানী গ্রামে এ ঘটনা ঘটে।আদিবা একই গ্রামের মুমিত মুনসীর মেয়ে।
পারিবারিক সূত্রে জানা গেছে, আদিবা ঘরের ভেতর খেলছিল।পরে পরিবারের লোকজন তাকে ঘরে দেখতে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশের পুকুরে খুঁজতে গিয়ে আদিবাকে পানিতে ভাসতে দেখা যায়।সেখান থেকে দ্রুত উদ্ধার করে তাকে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ফাহমিদা জাহান জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। আমরা শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছি।
Last Updated on June 27, 2025 8:21 pm by প্রতি সময়