কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিপুল পরিমান অবৈধ ভারতীয় মালামাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। যার আনুমানিক বাজার মূল্য ১২ লাখ টাকা।
শুক্রবার (১৩ ডিসেম্বর) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল রেলওয়ে স্টেশন ও সীমান্তের বাংলাদেশের অভ্যন্তরে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। অভিযানে নেতৃত্ব দেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম। অভিযানে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ ও বিজিবির একটি দল উপজেলা প্রশাসনকে সহযোগিতা করে।
অভিযানে ভারতীয় বাসমতি চাউল ১২০ কেজি, কালার কালেকশন বাজি ৬৫০ পিস, টেমপল রান বাজী ১৬ বাক্স, সুপ্রিম বিগ বাজি ৫৯০ বাক্স, জনশন বেবিলোশন ৭২ পিস, ফেন্সি চকলেট বাজি ৪ হাজার ৩২ পিস, ওয়াও স্টার ডান্স বাজি ৩০ বাক্স ও ফুসকা ১০ প্যাক জব্দ করা হয়। অবৈধভাবে ভারত থেকে চোরাইপথে আনা এসব পন্যের আনুমানিক বাজার দর ১২ লাখ টাকা হবে।
উপজেলা নির্বাহী অফিসার মো. ছামিউল ইসলাম বলেন, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এধরণের অভিযান অব্যাহত থাকবে।
Last Updated on December 13, 2024 11:21 pm by প্রতি সময়