কুমিল্লা ব্রাহ্মণপাড়ার ছোট ধুশিয়া এলাকার সমাজকর্মী নুরুল হক কে হত্যার দায়ে ছয় জনকে মৃত্যদন্ড ও দশ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বুধবার (২৬ জুন) দুপুরে কুমিল্লা অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মোঃ জাহাঙ্গীর হোসেন এ রায় দেন। রায় প্রদানের সময় আদালতের এজলাসে ১১ আসামি উপস্থিত ছিলেন।
মামলার বাদী পক্ষের আইনজীবী এপিপি মোহাম্মদ জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বাদী ও ও নিহতের পুত্র শরিফুল ইসলাম জানান, ২০১১ সালের ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় বাড়ি ফেরার পথে ধারালো অস্ত্রের আঘাতে এবং পিটিয়ে হত্যা করে।জমি জমা সংক্রান্ত বিরোধ নিয়ে সালিশের রায়ে ক্ষিপ্ত হয়ে মামলার এক নম্বর আসামি মোঃ মাসুমসহ অন্যান্য আসামিরা তার পিতাকে হত্যা করে।
এঘটনায় ২২ জনের নামে ব্রাহ্মণপাড়া থানায় তিনি মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা ২০ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয়। মামলায় ৯ জনের সাক্ষ্যগ্রহণ ও যুক্তি-তর্ক শেষে আদালত আজ বুধবার ছয় জনকে মৃত্যদন্ড ও দশ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এ রায়ে সন্তোষ প্রকাশ করেন নিহতের পরিবার।
Last Updated on June 26, 2024 3:55 pm by প্রতি সময়