‘নিরাপদ জ্বালানী, ভোক্তাবান্ধব পৃথিবী’ এ স্লোগানকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালন করা হয়েছে। বুধবার (১৫ মার্চ) সকাল ১১টায় মুরাদনগর উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন মুরাদনগর উপজেলা কৃষি কর্মকর্তা পাবেল খাঁন পাপ্পু। মুরাদনগর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন চৌধুরীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- মুরাদনগর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ আলী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এনামুল হক, আমার বাড়ি আমার খামারের ব্যবস্থাপক আফজালুর রহমান, মুরাদনগর ডি.আর সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান, মুরাদনগর নুরুন্নাহার বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা হাসিনা বেগম, মুরাদনগর প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য বেলাল উদ্দিন আহাম্মদ, সাবেক সাধারণ সম্পাদক মাহবুব আলম আরিফ।
সভায় বক্তারা বলেন, অসাধু ব্যবসায়ীদের ব্যাপারে ভোক্তাদের তার অধিকার সম্পর্কে সচেতন করতে দায়িত্বশীলদের ভূমিকা রাখতে হবে। কোনো ক্রেতা পণ্য কিনে প্রতারিত হলে ভোক্তা অধিকার কার্যালয়ে অভিযোগ করার বিষয়ে প্রচারণা জোরদার করতে হবে।
সভায় মুরাদনগর উপজেলার বিভিন্ন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
Last Updated on March 15, 2023 9:23 pm by প্রতি সময়