চোলাই মদ তৈরির একটি কারখানায় অভিযান চালিয়েছে সেনাবাহিনীর একটি আভিযানিক টিম। কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চৌদ্দগ্রাম বাজারের মুচি পট্টিতে এ অভিযান পরিচালনার সময় গর্ত করে মাটির নিচে লুকিয়ে রাখা মদের ড্রাম উদ্ধার করা হয়। এ সময় চোলাই মদ তৈরির সঙ্গে জড়িত চারজনকে আটক করা হয়। পরে কারখানাটি গুড়িয়ে দেয় সেনাবাহিনীর সদস্যরা।
রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম বাজারের মুচি পট্টিতে সেনাবাহিনীর নেতৃত্বে ও চৌদ্দগ্রাম থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।মদ তৈরির সাথে জড়িত ও সেবনকারীসহ ৪ জনকে আটক করে চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করে সেনাবাহিনী।
আটকরা হলেন, চৌদ্দগ্রাম উপজেলার জোড়কানন এলাকার মৃত হরিচরন রবিদাসের ছেলে দিলীপ রবিদাস, পূর্ব জোরকানন এলাকার মৃত রকি দাসের ছেলে সুমন রবিদাস, রামরায় এলাকার শাহিন মিয়ার ছেলে ফখরুল ইসলাম এবং নাটাপাড়া এলাকার রাজা মিয়ার ছেলে রোকন মিয়া।
চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মো. জামাল হোসেন জানান, ‘সম্প্রতি চৌদ্দগ্রাম বাজারে উচ্ছেদ অভিযান পরিচালনা সময় আমরা জানতে পারি এখানকার মুচি পট্টিতে চোলাই মদ তৈরি হয়। এসব মদ কুমিল্লার বিভিন্ন জায়গায় সাপ্লাই দেওয়া হয়। ঈদকে সামনে রেখে মদের উৎপাদনও বেড়েছে বলে আমাদের কাছে সংবাদ আসে। এ বিষয়ে আরো খোঁজ খবর নেয়া হয়।’
উপজেলা নির্বাহী অফিসার আরো বলেন ‘পরবর্তীতে রোববার রাতে সেনাবাহিনীর চৌদ্দগ্রাম ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন বোরহানের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম চৌদ্দগ্রাম থানা পুলিশের সহযোগিতায় চৌদ্দগ্রাম বাজারের মুচি পট্টির মদ তৈরির কারখানায় অভিযান চালায়। এসময় মাটির নিচ থেকে ৫টি এবং কারখানায় থাকা ৪টি সহ ৯টি মদের ড্রাম উদ্ধার করা হয়।’
Last Updated on March 31, 2025 9:16 pm by প্রতি সময়