# দাউদকান্দিতে মাদকরিবোধী আলোচনা সভায় বক্তারা" />
কুমিল্লার দাউদকান্দি উপজেলার সৃজনশীল ক্রীড়া সংগঠন কাদিয়ারভাঙ্গা সামিত-সাফাত স্পোর্টিং ক্লাব আয়োজিত মাদকবিরোধী আলোচনা সভায় বক্তারা বলেছেন,বর্তমান ও ভবিষ্যত প্রজন্মের জন্য মাদকমুক্ত সুস্থ সমাজ গড়তে হবে। মাদকের বিষাক্ত ছোবল থেকে আমাদের সন্তানের স্বপ্ন ও সম্ভাবনাকে রক্ষা করতে হবে। তাই অভিভাবক, সুশীল সমাজের প্রতিনিধিসহ সকল পর্যায়ের সচেতন মানুষকে যার যার অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে ভূমিকা রাখতে হবে।তরুন ও যুব সমাজ রক্ষায় সবাইকে মাদকের বিরুদ্ধে দাঁড়াতে হবে।
বক্তারা আরও বলেন, মাদক ও নানা অপরাধ থেকে দূরে রাখতে কিশোর তরুণ ও যুবকদের খেলাধূলার প্রতি আগ্রহ সৃষ্টি করতে হবে।বিশেষ করে শিক্ষার্থীদের মাদকের কুফল সম্পর্কে সচেতন করে তুলতে হবে। তাদেরকে বুঝাতে হবে, পরামর্শ দিতে হবে জীবনের জন্য পড়াশুনা করতে হবে। মাদককে এখন থেকেই ঘৃনা করতে শিখতে হবে। জীবন গড়ার স্বপ্ন যেনো মাদকের কারণে বৃথা হয়ে না যায়, এজন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মাদকবিরোধী প্রচারণার ওপর জোর দিতে হবে।
শনিবার বিকেলে কাদিয়ারভাঙ্গা গ্রামের বেগম রহিমা রোশন গার্লস মাদরাসা মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।ক্লাবের প্রতিষ্ঠাতা সাংবাদিক শরীফ প্রধানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা মো. নূরআলম ভূঁইয়া আলম। উদ্বোধনী বক্তব্য রাখেন, দাউদকান্দি উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মো. খোরশেদ আলম টাইগার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নৈয়াইর ড. খন্দকার মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফেরদৌস রহমান, এস.আর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোটারিয়ান মো. শাহীন চৌধুরী, নৈয়াইর সায়েন্স স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন শিকদার।
অনুষ্ঠানে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।শিক্ষার্থীরা মাদকের বিস্তৃতি রুখে দিয়ে তারুণ্যের শক্তি ও সম্ভাবনায় সোনার বাংলাকে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
Last Updated on October 22, 2023 5:24 pm by প্রতি সময়