বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০৯:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বাড়ছে গোমতী নদীর পানি, বন্যার আশঙ্কা মুরাদনগরে মা ও ছেলে-মেয়ে হত্যা মামলায় আট আসামির রিমান্ড মঞ্জুর মুরাদনগরের ধর্ষণকাণ্ড : ৫ দিনের রিমান্ডে শাহপরান অবশেষে ধর্ষণের শিকার সেই নারীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন মুরাদনগরের ধর্ষণকাণ্ড : রিমান্ড শেষে কারাগারে পর্নোগ্রাফি আইনের মামলার চার আসামি মুরাদনগরের কড়ইবাড়ি গ্রামের চাঞ্চল্যকর হত্যা মামলা ডিবিতে জলাবদ্ধতা পিছু ছাড়ছে না লক্ষণপুর ইসলামিয়া ফাযিল মাদরাসার কুমিল্লায় নিত্যপণ্যের দাম হুহু করে বাড়ছে, অস্বস্তিতে সাধারণ মানুষ ঘুরেনা কুমিল্লা রেলস্টেশনের যাত্রী ছাউনির বৈদ্যুতিক পাখা  কুমিল্লার দাউদকান্দিতে ডেঙ্গুতে মৃতের সংখ্যা সাতে দাঁড়িয়েছে প্রথমে রাজি, আড়াই ঘন্টা পর বাচ্চু মেম্বারের ‘না’ মুরাদনগরের ট্রিপল মার্ডার: ইউপি মেম্বার বাচ্চু জবানবন্দি দেননি, চেয়ারম্যান চারদিনেও অধরা মুরাদনগরে ভেজাল শিশুখাদ্য তৈরির দায়ে লাখ টাকা জরিমানা, কারখানা মালিককে সাত দিনের কারাদন্ড মুরাদনগরের আলোচিত হত্যাকাণ্ড : ৩৮ জনের নামে মামলা, ২জন গ্রেফতার আমরা যেনতেন নির্বাচন চাই না : কুমিল্লার পথসভায় জামায়াতে ইসলামীর আমির মুরাদনগরের হত্যাকাণ্ড : মামলা না হলেও গ্রেফতার আতঙ্কে পুরুষশূন্য গ্রাম কুমিল্লার মুরাদনগরের ধর্ষণকাণ্ড : ফেসবুকে ভিডিও ছড়ানোর মাস্টারমাইন্ড শাহপরান গ্রেফতার বরুড়ায় দিঘীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু মুরাদনগরে পর্নোগ্রাফি আইনের মামলায় চার আসামির রিমান্ড মঞ্জুর, শাহপরাণকে খুঁজছে পুলিশ মুরাদনগরে মাদক ব্যবসার অভিযোগে একই পরিবারের তিনজনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

মারধরের হুমকি সহ ফ্ল্যাটের চলাচলের রাস্তা অবৈধভাবে ব্যবহারের অভিযোগ

প্রতিসময় রিপোর্ট
  • আপডেট টাইম বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ২৮৯ দেখা হয়েছে

 

কুমিল্লায় এক ভবন মালিকের বিরুদ্ধে পাশের আরেকটি বহুতল ভবনের ফ্ল্যাট মালিক পরিচালনা কমিটি চাঁদা দাবি ও মারধরের হুমকি সহ ফ্ল্যাটের চলাচলের রাস্তা অবৈধভাবে ব্যবহারের অভিযোগ করেছেন।

 

 

বুধবার বিকেলে কুমিল্লা টাউন হলের মুক্তিযোদ্ধা কর্নার সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ফ্ল্যাট মালিকরা।

 

অভিযোগে বলেন, কুমিল্লা নগরীর পুলিশ লাইন সড়কে ১৩ তলা বিশিষ্ট আজিজ ফয়জুন্নেসা টাওয়ারে তারা এক যুগেরও বেশি সময় ধরে সকল সুবিধা সহ ফ্ল্যাট ক্রয় করে পরিবার নিয়ে বসবাস করে আসছেন। সম্প্রতি ওই টাওয়ার ঘেঁষে দুই শতক জায়গায় অ্যাডভোকেট ইকবাল কবির ইরনা ভবন নামে পাঁচ তলা বিল্ডিং নির্মাণ করে টাওয়ারের চলাচলের করিডোর তার ভবনের বাণিজ্যিক কার্যক্রম পরিচালনায় অবৈধভাবে ব্যবহার করছেন। এতে বাধা দেওয়ায় তিনি টাওয়ারের ফ্ল্যাট মালিকদের মারধর ও ভয়-ভীতি প্রদর্শন করছেন।

 

সংবাদ সম্মেলনে বলা হয়, এডভোকেট ইকবাল কবির টাওয়ারের ভূমি মালিকদের একজন ছিলেন। বহুতল ভবন নির্মাণের পর তিনি তার অংশের ফ্ল্যাট বিক্রি করে ডেভলপার থেকে নিজের জন্য একটি ফ্ল্যাট ক্রয় করেন। কিন্তু দীর্ঘদিন ধরে তিনি গ্যাস ও বিদ্যুৎ বিল বাবদ চার লাখ তিন হাজার টাকা পরিশোধ করছেন না। এই টাকার জন্য তাকে বলা হলে তিনি ফ্ল্যাট মালিক পরিচালনা কমিটিকে মারধর ও ভয়ভীতি প্রদর্শন সহ উল্টো তাদের কাছে চাঁদা দাবি করেন। এ বিষয়ে ফ্ল্যাট মালিক পরিচালনা কমিটির পক্ষ থেকে কোতোয়ালি থানা ও সিটি কর্পোরেশনকে অবহিত করা হয়েছে।

 

সংবাদ সম্মেলনে আজিজ ফয়জুন্নেসা টাওয়ারের ফ্ল্যাট মালিকরা প্রশাসনের কাছে ইকবাল কবিরের জোরধবস্তি কর্মকাণ্ডের প্রতিকার ও নিজেদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।

 

সংবাদ সম্মেলনে ফ্ল্যাট পরিচালনা কমিটির সভাপতি ও ভূমির মালিক একেএম জাহাঙ্গীর কবির, সহ-সভাপতি মো. আব্দুল মালেক ও সাধারণ সম্পাদক মো. আবুল খায়ের সহ ফ্ল্যাট মালিকরা উপস্থিত ছিলেন।

 

এ বিষয়ে জানতে চাইলে এডভোকেট ইকবাল কবির দাবি করেন, সংবাদ সম্মেলনে যেসব অভিযোগ আনা হয়েছে তার পুরোটাই মিথ্যে এবং বানোয়াট। ভূমির প্রকৃত মালিক আমি। বর্তমানে ফ্ল্যাট পরিচালনার নামে যে কমিটি গঠন করা হয়েছে এটি পকেট কমিটি। তার পাশের ভবন থেকে ফ্ল্যাটের করিডোর ব্যবহারের বৈধতা রয়েছে বলেও তিনি দাবি করেন। তিনি বলেন, আজিজ ফয়জুন্নেছা টাওয়ারের ২৪টি গ্যাস লাইন আমার নামে। তারা অবৈধভাবে পাঁচটি লাইন বৃদ্ধি করায় আমি এর প্রতিবাদ জানাই। এরপর থেকেই তারা আমার পেছনে উঠে পড়ে লাগে। তারাই গ্যাস বিল আটকে রেখে আমার নামে অপপ্রচার ছড়াচ্ছে।

Last Updated on June 14, 2023 9:12 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102
error: Content is protected !!