ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় হয়রানি ও সন্ত্রাসীদের নৈরাজ্যের প্রতিবাদে কুমিল্লার মুরাদনগরে বিক্ষোভ মিছিল করেছে মুরাদনগর উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন।
সোমবার বিকেলে বিক্ষোভ মিছিলটি বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আল্লাহ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব দলের যুগ্ম আহবায়ক মাসুমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা মুজিব হক, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও বিএনপি নেতা দুলাল দেবনাথ, বৈষম্য বিরোধী আন্দোলন ও ছাত্রদল নেতা নাহিদুল ইসলাম নাইম।
সমাবেশে বক্তারা বলেন, কিছু উপদেষ্টার ছত্রছায়ায় মুরাদনগরে বিএনপির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে। জাতীয় নাগরিক পার্টি-এনসিপি এখন লীগ হয়ে ফিরে আসছে মুরাদনগরে। কিন্তু মুরাদনগরের মানুষ তা কখনোই মেনে নেবে না ।মুরাদনগরের মানুষ তা শক্ত হাতে প্রতিহত করবে।
সমাবেশে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, সদস্য সোহেল আহাম্মেদ বাবু, উপজেলা যুবদলের সদস্য সচিব সৈয়দ হাসান আহাম্মেদ, ছাত্র দলের আহ্বায়ক খায়রুল কবির, কৃষক দলের সভাপতি নায়েব আলী, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক পিংকু পোদ্দার, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক সোহাগ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বিজয় নেছার, ইয়াসির আরাফাতসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী।
Last Updated on May 12, 2025 8:22 pm by প্রতি সময়